নয়াদিল্লি: করোনায় বিপর্যস্ত দেশ ৷ দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ অক্সিজেন সমস্যা, হাসপাতালে বেডের অভাব ৷ নানা সমস্যায় জর্জরিত করোনা রোগী এবং তাদের পরিবাররা ৷ রাজধানী দিল্লির অবস্থা আরও শোচনীয় ৷ তীব্র অক্সিজেন সঙ্কট আর উঁচু পাঁচিল তোলা শ্মশানে দাউ-দাউ গণচিতার এ শহরেরই ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি ৷ তবে এর মধ্যেও একটা দারুণ ছবি দেখা গিয়েছিল দিল্লির এক হাসপাতালে ৷ যা দেখে নতুন করে বাঁচার স্বপ্ন দেখা যেতেই পারে ৷ কিন্তু দু’দিন যেতে না যেতেই দুঃসংবাদ ৷ যে ৩০ বছরের তরুণীর হাসপাতালের বেডে বসে গান শোনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ৷ সেই মেয়েকে আর বাঁচানো সম্ভব হয়নি ৷ হঠাৎ করে অবস্থার অবনতি হতেই হাসপাতালে মৃত্যু হয় তরুণীর ৷ খবরটি ট্যুইট করে জানান ডাক্তার মনিকা লঙ্ঘে ৷ যাঁর চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন ওই কোভিড আক্রান্ত তরুণী ৷ তিনি লেখেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি...আমরা একজন সাহসী মেয়েকে হারালাম ৷ ওম শান্তি ৷ ওঁর পরিবারের জন্য আমরা সবাই মিলে প্রার্থনা করি ৷ ’’
I am very sorry..we lost the brave soul.. ॐ शांति .. please pray for the family and the kid to bear this loss🙏😭 https://t.co/dTYAuGFVxk
— Dr.Monika Langeh🇮🇳 (@drmonika_langeh) May 13, 2021
to talk about this at the moment.Please be ethical and have some moral responsibility.They have lost their family member ,a charming soul . Please feel their pain.I was emotionally connected with her.I need sometime. Thank you 🙏
— Dr.Monika Langeh🇮🇳 (@drmonika_langeh) May 14, 2021
She got the ICU bed but the condition is not stable. Please pray for brave girl. Sometimes I feel so helpless. It's all in the hands of almighty what we plan what we think is not in our hands. A little kid is waiting for her at home. Please pray. https://t.co/zfpWEt5dYm
— Dr.Monika Langeh🇮🇳 (@drmonika_langeh) May 9, 2021
করোনায় আক্রান্ত এই ৩০ বছরের তরুণী হাসপাতালে প্রথমে আইসিইউ-র বেড পাননি ৷ এরপর তাঁর জন্য অন্য ব্যবস্থা করা হয় ৷ গত ১৫ দিন ধরে চিকিৎসা চলছিল ৷ রেমডেসিভির, প্লাজমাথেরাপি সবই দেওয়া হয়ে তাঁকে ৷ শনিবার নিজের ফোন-ক্যামেরায় তোলা এই ভিডিও ট্যুইটারে আপলোড করেন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ মণিকা লঙ্ঘে। ক্যাপশনে লিখেছিলেন 'মেয়েটা আজ গান শুনতে চাইছিল। অনুমতি দিলাম। ও-ই শেখাল- হাল ছেড়ো না'। শাহরুখ খানের ডিয়ার জিন্দেগি ছবির ‘লাভ ইউ জিন্দেগি’ গানটি চালিয়ে ৩০ বছরের ওই তরুণীর বার্তা ছিল, কখনও হাল ছেড়োনা বন্ধু... ৷ হতাশা পেরিয়ে জীবনকে ভালোবাসো ৷
জীবনের বার্তা দেওয়া মেয়েটিকে খুব বেশিদিন অবশ্য বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি ৷ মাঝে অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হলেও ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে ৷ শেষপর্যন্ত হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Delhi