#কলকাতা: গন্ধ চলে যাওয়া কিংবা স্বাদ হারানো কোভিড-১৯ এর অন্যতম লক্ষণ। প্রথমদিকে এটি সবার দেখা না যাওয়ায় এটিকে বিরল লক্ষণ হিসেবে মনে করা হতো। কিন্তু পরে গন্ধ ও স্বাদের অনুভূতি হারিয়ে যাওয়াকে করোনা ভাইরাসের সাধারণ লক্ষণ হিসেবে মনে করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে করোনার অন্যান্য লক্ষণগুলোর থেকে গন্ধ এবং স্বাদজনিত ক্ষতি পুনরুদ্ধার করতে অনেক বেশি সময় নেয়। তবে যতই দেরি হোক না কেন, স্বাভাবিক নিয়মে গন্ধ এবং স্বাদের অনুভূতি ফিরে পেতেই হবে৷ যদিও এই লক্ষণগুলো সম্পূর্ণভাবে মোকাবিলা করার জন্য কোনও ‘প্রমাণিত’ প্রতিকার নেই। তবে কয়েকটি খাবারের বিকল্প সম্পর্কে জেনে রাখা জরুরী যা আপনার স্বাদ এবং গন্ধের অনুভূতি ফিরে পেতে সহায়তা করতে পারে।
জোয়ান
রসুন
রসুন একটি শক্তিশালী অ্যান্টি-ভাইরাল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, রসুনে এমন বৈশিষ্ট্যও থাকতে পারে যা প্রদাহের মাত্রা কমায়, শ্বাস প্রশ্বাসকে স্বাচ্ছন্দ্য করে এবং গন্ধ এবং স্বাদকে আরও দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে।রসুন, লবঙ্গ এবং জলের মিশ্রণে একটি পানীয় তৈরি করে নিন। সঙ্গে লেবুর রস যোগ করুন। এটি পান করুন বারবার।লাল লঙ্কালাল লঙ্কা বা লঙ্কা গুঁড়ো আপনার গন্ধের হারিয়ে যাওয়া অনুভূতি ফিরে পেতে সহায়ক হতে পারে। এটিতে উপস্থিত রয়েছে শক্তিশালী উপাদান, যা বন্ধ নাককে কার্যকরভাবে ‘পরিষ্কার’ করতে পারে। সাথে সাথে ইন্দ্রিয়কে সক্রিয় করা এবং ঘ্রাণকেন্দ্রিক সংবেদনগুলোর কার্যকারিতাকে উন্নত করতে সহায়তা করে।এক কাপ বিশুদ্ধ জলে লাল লঙ্কার গুঁড়োর সাথে অল্প পরিমাণ মধু বা চিনি মিশিয়ে সেই তরল পানীয় পান করুন দিনে একাধিকবার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus