corona virus btn
corona virus btn
Loading

থেমে গেল লম্বা লড়াই, করোনার মারণ থাবা এবার কেড়ে নিল প্রাক্তন প্রধান বিচারপতির প্রাণ

থেমে গেল লম্বা লড়াই, করোনার মারণ থাবা এবার কেড়ে নিল প্রাক্তন প্রধান বিচারপতির প্রাণ
Photo- File

ট্যুইট করলেন শ্রমমন্ত্রী, শোকের ছায়া সব মহলে

  • Share this:

#নয়াদিল্লি : লোকপালের সদস্য অজয় কুমার ত্রিপাঠী করোনা ভাইরাস সংক্রমণে মারা গেলেন ৷ ছত্তিশগড় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ তাঁর মৃত্যু হয় নয়া দিল্লির AIIMS -র জয় প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা কেয়ার  সেন্টারে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর বয়স হয়েছিল ৬২ বছর ৷

নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে লোকপালের প্রধান বিচারপতি পিসি ঘোষ এই খবর জানিয়েছেন ৷ পাশাপাশি অজয় কুমার ত্রিপাঠীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ৷ শ্রমমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বিচারপতির প্রয়াণে শোকস্তব্ধ ৷ তিনি বলেছেন, ‘পটনা হাইকোর্টের বিখ্যাত ও ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি ৷ আমরা একসঙ্গে কাজও করেছি ৷ তাঁর স্ত্রী অলকা ত্রিপাঠী ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা ৷ ’ নিজের ট্যুইটে এমনটাই জানিয়েছেন রবিশঙ্কর প্রসাদ ৷

গত মাসে প্রাক্তন প্রধান বিচারপতির রিপোর্ট পজিটিভ আসে ৷ তারপর থেকেই তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন ৷ ১৫ দিনের বেশি সময় ধরে তিনি ভেন্টিলেশনে ভর্তি ছিলেন ৷ কিন্তু কিছুভাবেই অবস্থার কোনও উন্নতি হয়নি৷ ’ - এমনটাই খবর সূত্রের ৷

বিচারপতি ত্রিপাঠী গত মাসে AIIMS ভর্তি হন ৷ পরে তাঁকে ট্রমা কেয়ার ইউনিটে সরানো হয় ৷ এই ইউনিটে সাধারণত মারাত্মক পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা করা হয় কিন্তু এই কোভিড ১৯ অতিমারির সময় সেটিকে তার জন্যেই করে দেওয়া হয়েছে ৷ তিনিই প্রথম করোনা আক্রান্ত রোগী যাঁকে এই ইউনিটে স্থানান্তরিত করা হয়েছিল ৷

বিচারপতি অ্যান্টি কোরাপশন অম্বুজসম্যান ছিলেন তিনি ,যেটি চার সদস্যের দল ছিল ৷ এছাড়াও তিনি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল ফর স্টেট অফ বিহারের ৷ এরপর তিনি পটনা হাইকোর্টের অতিরিক্ত জজ হন এবং একদম শেষে প্রধান বিচারপতি হন ৷

২০১৯ - র ২৩ মার্চ থেকে লোকপাল কমিটির বিচারপতি হয়েছিলেন ৷

 
First published: May 3, 2020, 7:42 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर