Home /News /coronavirus-latest-news /
থেমে গেল লম্বা লড়াই, করোনার মারণ থাবা এবার কেড়ে নিল প্রাক্তন প্রধান বিচারপতির প্রাণ

থেমে গেল লম্বা লড়াই, করোনার মারণ থাবা এবার কেড়ে নিল প্রাক্তন প্রধান বিচারপতির প্রাণ

Photo- File

Photo- File

ট্যুইট করলেন শ্রমমন্ত্রী, শোকের ছায়া সব মহলে

 • Share this:

  #নয়াদিল্লি : লোকপালের সদস্য অজয় কুমার ত্রিপাঠী করোনা ভাইরাস সংক্রমণে মারা গেলেন ৷ ছত্তিশগড় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ তাঁর মৃত্যু হয় নয়া দিল্লির AIIMS -র জয় প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা কেয়ার  সেন্টারে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর বয়স হয়েছিল ৬২ বছর ৷

  নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে লোকপালের প্রধান বিচারপতি পিসি ঘোষ এই খবর জানিয়েছেন ৷ পাশাপাশি অজয় কুমার ত্রিপাঠীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ৷ শ্রমমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বিচারপতির প্রয়াণে শোকস্তব্ধ ৷ তিনি বলেছেন, ‘পটনা হাইকোর্টের বিখ্যাত ও ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি ৷ আমরা একসঙ্গে কাজও করেছি ৷ তাঁর স্ত্রী অলকা ত্রিপাঠী ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা ৷ ’ নিজের ট্যুইটে এমনটাই জানিয়েছেন রবিশঙ্কর প্রসাদ ৷

  গত মাসে প্রাক্তন প্রধান বিচারপতির রিপোর্ট পজিটিভ আসে ৷ তারপর থেকেই তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন ৷ ১৫ দিনের বেশি সময় ধরে তিনি ভেন্টিলেশনে ভর্তি ছিলেন ৷ কিন্তু কিছুভাবেই অবস্থার কোনও উন্নতি হয়নি৷ ’ - এমনটাই খবর সূত্রের ৷

  বিচারপতি ত্রিপাঠী গত মাসে AIIMS ভর্তি হন ৷ পরে তাঁকে ট্রমা কেয়ার ইউনিটে সরানো হয় ৷ এই ইউনিটে সাধারণত মারাত্মক পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা করা হয় কিন্তু এই কোভিড ১৯ অতিমারির সময় সেটিকে তার জন্যেই করে দেওয়া হয়েছে ৷ তিনিই প্রথম করোনা আক্রান্ত রোগী যাঁকে এই ইউনিটে স্থানান্তরিত করা হয়েছিল ৷

  বিচারপতি অ্যান্টি কোরাপশন অম্বুজসম্যান ছিলেন তিনি ,যেটি চার সদস্যের দল ছিল ৷ এছাড়াও তিনি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল ফর স্টেট অফ বিহারের ৷ এরপর তিনি পটনা হাইকোর্টের অতিরিক্ত জজ হন এবং একদম শেষে প্রধান বিচারপতি হন ৷

  ২০১৯ - র ২৩ মার্চ থেকে লোকপাল কমিটির বিচারপতি হয়েছিলেন ৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Corona Virus, Corona Virus Update, Coronavirus

  পরবর্তী খবর