হোম /খবর /দেশ /
#Lockdown: মা অসুস্থ ১৪০০ কিলোমিটার সাইকেল চালিয়ে ফিরল বাড়ি ফিরল ছেলে

#Lockdown: মা অসুস্থ ১৪০০ কিলোমিটার সাইকেল চালিয়ে ফিরল বাড়ি ফিরল ছেলে

Photo- File

Photo- File

মায়ের সঙ্গে সন্তানের টান এখনও একইরকম বজায় আছে, যা করতে পারে কঠোর পরিশ্রম

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: তিন মাস আগে মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্মের অডিশন দিতে গিয়েছিলেন , এর মধ্যেই সারা দেশে নেমে আসে লকডাউনের নিয়ম৷ ফলে মুম্বইতে আটকে পরেন যুবক ৷  অনেক চেষ্টা করেও ঘরে ফেরা হয়নি ৷ এরমধ্যে অনেক চেষ্টা করে তিনি একটি দোকান থেকে একটি পুরনো সাইকেল কিনে নেন ৷ কারণ তিনি জানতে পারেন তাঁর বাড়িতে তাঁর মা অসুস্থ ৷ এরপর দীর্ঘ ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন যুবক৷

১৪০০ কিলোমিটার রাস্তা পেরোনোর সময় একাধিক অসুবিধার সম্মুখীন হতে হয় সঞ্জয় রামফল নামের ওই যুবককে ৷ অনেক মুশকিল পেরিয়ে মুম্বই থেকে যাত্রা শুরু করার ১৬ তম দিনে তিনি নিজের দাদরি-র বাড়িতে পৌঁছন ৷

চরখী দাদরি-র বাসিন্দা এই সঞ্জয় নাটকে কাজ করেন ৷ তিনি সাইকেলে করে বাড়ি ফিরে স্থানীয় সিভিল হাসপাতালে নিজের চেকআপ করান ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে ১৪ দিনের হোম কোয়েরেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন ৷ হাসপাতাল থেকে বাড়ি ফিরে মায়ের সঙ্গে দেখা করেন তিনি ৷

আরও পড়ুন - ভারতের থেকে ব্রিটেনে করোনায় মৃত বেশি ভারতীয়, শ্মশান জানাচ্ছে শিউড়ে ওঠার মতো তথ্য!

তিনি জানিয়েছেন তিন মাস আগে একটি বড় বাজেট বলিউড ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন ৷ অডিশন হয়ে যাওয়ার পর তিনি ঘরে ফিরে আসার কথা ছিল ৷ কিন্তু সে সময় লকডাউন শুরু হয়ে যায় ৷ বাড়ি থেকে ফোন যায় তাঁর মা খুবই অসুস্থ হয়ে যায় ৷ মায়ের সঙ্গে দেখা করতে এভাবে মরিয়া অবস্থা পেরিয়ে বাড়ি ফিরে আসেন ৷

সঞ্জয় জানিয়েছেন লকডাউনের কারণে বাজার বন্ধ ছিল ৷ তাও কষ্ট করে তিনি একটি সাইকেল কেনেন ৷ সঞ্জয় রোজ ৮০ থেকে ৯০ কিলোমিটার রাস্তা সাইকেলে করে পাড়ি দিতেন ৷ পুলিশের বিভিন্ন নাকা চেকিং কোথাও কাঁচা রাস্তা সব মিলিয়ে অত্যন্ত কষ্ট করে এই পথ পাড়ি দেন ৷ যত কষ্টই হক বাড়ি ফিরে মায়ের সঙ্গে দেখা হওয়ার পর খুশিতে ভাসেন দুজনেই ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Cycle, Lockdown