#জলপাইগুড়ি: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি সামলাতে নতুন করে লকডাউন শুরু হচ্ছে জলপাইগুড়িতে৷ আজ অর্থাত্ বুধবার বিকেল ৫টা থেকে জলপাইগুড়ি শহরে লকডাউন শুরু হচ্ছে৷
ইতিমধ্যেই সচেতনতা বাড়াতে মাইকে করে প্রচার করছে প্রশাসন৷ দুপুর থেকে এলাকায় এলাকায় চলবে মাইকিং৷ জলপাইগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮২৷
করোনা সংক্রমণ ঠেকাতে কলকাতা-সহ ৫ শহরে কড়া লকডাউন শুরু হচ্ছে৷ কলকাতা ও তার লাগোয়া কন্টেইনমেন্ট জোন, গোটা শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার ও রায়গঞ্জে সার্বিক ভাবে লকডাউন শুরু হচ্ছে৷ এই নিয়ন্ত্রণ বিধি কতদিন চলবে, তা এখনও বলা হয়নি৷
মঙ্গলবার পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেব বলছে, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৯০ জন৷ মৃত্যু হয়েছে আরও ২৪ জনের৷ রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২,৮৩৮৷ পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৯৮০৷
গত চব্বিশ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতেই ৫২৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷ কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগণার অবস্থাও উদ্বেগজনক৷ কলকাতা লাগোয়া এই জেলাতেও মঙ্গলবার চব্বিশ ঘণ্টায় নতুন করে ২৯৩ জন সংক্রমিতের খোঁজ মিলেছে৷