হোম /খবর /দক্ষিণবঙ্গ /
স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানে বড় অঙ্গীকার, করোনা যুদ্ধে এবার সামিল তমলুকের ক্লাব

স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানে বড় অঙ্গীকার, করোনা যুদ্ধে এবার সামিল তমলুকের ক্লাবগুলি

Photo- File

Photo- File

করোনা পরিস্থিতিতে এবার জেলার ৩০০টি ক্লাব, ৫টি পৌরসভা ও ২৫টি পঞ্চায়েত সমিতিকে পালস অক্সিমিটার, প্রেসার মাপার যন্ত্র, ডিজিটাল থার্মোমিটার ও ১লক্ষ মাস্ক প্রদান করা হল৷

  • Last Updated :
  • Share this:

#তমলুক: করোনাকে পরাস্ত করার যুদ্ধে এবার ক্লাবগুলিকে সামিল করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি। শুক্রবার ১৪ অগাস্ট তমলুক রাজ ময়দানে  তাম্রলিপ্ত স্বাধীনতা দিবস উদযাপন কমিটি ও সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রাক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন তিনি।

২০১৩ সাল থেকে এখানেই রাত ১২টা ১ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের আগে বিকেল থেকেই দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসেবামূলক কর্মসূচি প্রতি বছর পালন করা হয়। করোনা পরিস্থিতিতে এবার জেলার ৩০০টি ক্লাব, ৫টি পৌরসভা ও ২৫টি পঞ্চায়েত সমিতিকে পালস অক্সিমিটার, প্রেসার মাপার যন্ত্র, ডিজিটাল থার্মোমিটার ও ১লক্ষ মাস্ক প্রদান করেন সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই জেলায় করোনায় মৃত্যুর হার ১ শতাংশের কম। যাঁরা মারা গিয়েছেন তাঁদের অনেক দেরিতে হাসপাতালে আনা হয়। এ ধরনের ঘটনা এড়াতে স্বাস্থ্য দফতরের থেকে তালিকা নিয়ে প্রতিটি ক্লাবকে বেশকিছু প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়। উপযুক্ত সুরক্ষা নিয়ে ক্লাবের প্রতিনিধিরা এলাকার কোনও মানুষের দ্রুত চিকিৎসার ব্যবস্থা যাতে করতে পারেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে শুভেন্দু জানান।

SUJIT BHOWMIK

Published by:Debalina Datta
First published:

Tags: Coronavirus, Tamluk