#হ্যানয়: সারা পৃথিবী যখন করোনা নিয়ে তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছে। যখন সারা পৃথিবীতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তখন এই দেশে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ২৬৫। তাদের মধ্যে সিংহভাগ আক্রান্ত সেরেও গিয়েছেন। এখনও একজনেরও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি এই দেশে। দেশের নাম ভিয়েতনাম।
চিনের পাশেই এই দেশ। দু’দেশের ১৪০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। তাও এখনও পর্যন্ত করোনা ছুঁতে পারেনি এই দেশকে। ২৩ জানুয়ারি প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায় ভিয়েতনামে। রোগীর সংখ্যা যখন ছয়, তখন সে দেশ করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অবিলম্বে মিলিটারির সাহায্য দেশে লকডাউন ঘোষণা করা হয়। কোনও প্রযুক্তি নয়, স্রেফ মানুষের নজরদারির ওপর ভিত্তিকরে চলে নজরদারি। যাতে আইসোলেশন থেকে মানুষ বার না হন। বিদেশ থেকে আগতদের চরম নজরদারিতে রাখা হয়। সব মিলিয়ে করোনা যুদ্ধের পরিকল্পনায় এক আদর্শ উদাহরণ হয়ে ওঠে ভিয়েতনাম। একেবারে যুদ্ধ ঘোষণার মতো করে কড়া হাতে রোগের সংক্রমণ রক্ষা করে। আর সেই কারণেই আজ এই দেশ করোনা মৃত্যু শূন্য। আক্রান্তরাও দ্রুত সুস্থ হয়ে উঠছে। দ্রুত দেশে আর একজনও করোনা আক্রান্ত থাকবেন না বলে আশা প্রকাশ করেছে ভিয়েতনাম প্রশাসন।