#নয়াদিল্লি: সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬২,৭০০ ৷ শনিবার কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০০০ ছাড়াল ৷ বিভিন্ন রাজ্যেই লাগাম ছাড়া গতিতে সংক্রমণ জারি থাকায় নতুন করে শত শত কেস সামনে এল ৷ এদিকে এরই সঙ্গে চিন্তা দ্বিগুণ করে দিচ্ছে আটকে থাকা অর্থনীতি ৷
মে-৭ তারিখে কেরলে প্রথম বিমানে ফিরে আসা দু জন ইতিমধ্যেই করোনা পজিটিভ হয়েছেন ৷ এই দু জনের একজন দুবাই থেকে অন্যজন আবুধাবি থেকে এসেছেন ৷ সারা পৃথিবীর বিভিন্ন দেশে এই করোনা সংক্রমণের জেরে আটক ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য ভারত সরকার এক বৃহৎ প্ল্যান করেছে ৷
মহারাষ্ট্র, গুজরাত , তামিলনাড়ু , দিল্লিতে নতুন করে অনেক সংখ্যায় কেস এসেছে ৷ পরিযায়ি শ্রমিকরা ট্রেনে -বাসে করে নিজের নিজের গ্রামে শহরে ফেরা শুরু করেছেন ৷ বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের অবস্থাও খুবই খারাপ ৷ তাই তাদের উদ্ধারের জন্যেও একাধিক ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার ৷
কেরল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন বিদেশ থেকে আসা দুই ভারতীয় করোনা পজিটিভ হওয়ায় এই আগমন ও তার সংক্রান্ত সঠিক পদক্ষেপের বিষয়ে কড়া অবস্থান নিতে হবে সরকারকে৷
বন্দে ভারত মিশনের অন্তর্গত বহু বিমান ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছচ্ছে ৷ শনিবারের স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ি সারা দেশে মারা গেছেন ১৯৮১জন, এবং মোট আক্রান্ত ছিল ৫৯,৬৬২ জন ৷ ইতিমধ্যেই সেই সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে ৷ ২৪ ঘণ্টা ৩৩২০ টি নতুন কেস ও ৯৫ টি মৃত্যু নথিভুক্ত হয়েছে ৷
এই মুহূর্তে সারা দেশে অ্যাক্টিভ কেস ৩৯,৮৩৪ ও সুস্থ হয়েছে ১৭,৮৪৬ জন ৷ একজন সুস্থ হয়ে চলে গেছেন ৷
এদিকে সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের মতে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির তথ্যের ভিত্তিতে সারা দেশে আক্রান্তের সংখ্যা ৬২, ৬৭১ ৷ ১৯০০০ মানুষ সুস্থ হয়েছে ৷ সারা দেশে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০২৮ জনের ৷ শুক্রবার থেকে সারা দেশে এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬০০০ ৷
শনিবার উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর. পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক. পঞ্জাব. বিহার ও অসম থেকে নতুন আক্রান্তের হদিশ পাওয়া গেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।