corona virus btn
corona virus btn
Loading

লাগাম ছাড়া গতিতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, ভয়ের কারণ বিদেশ ফেরত ভারতীয়রা

লাগাম ছাড়া গতিতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, ভয়ের কারণ বিদেশ ফেরত ভারতীয়রা
Photo- PTI

শেষ ৬ দিনে করোনা আক্রান্তের সংখ্যা হল ৪০ হাজার থেকে ৬০ হাজার- এবার তো নিয়ম মানুন

  • Share this:

#নয়াদিল্লি: সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬২,৭০০ ৷ শনিবার কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০০০ ছাড়াল ৷ বিভিন্ন রাজ্যেই লাগাম ছাড়া গতিতে সংক্রমণ জারি থাকায় নতুন করে শত শত কেস সামনে এল ৷ এদিকে এরই সঙ্গে চিন্তা দ্বিগুণ করে দিচ্ছে আটকে থাকা অর্থনীতি ৷

মে-৭ তারিখে কেরলে প্রথম বিমানে ফিরে আসা দু জন ইতিমধ্যেই করোনা পজিটিভ হয়েছেন ৷ এই দু জনের একজন দুবাই থেকে অন্যজন আবুধাবি থেকে এসেছেন ৷ সারা পৃথিবীর বিভিন্ন দেশে এই করোনা সংক্রমণের জেরে আটক ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য ভারত সরকার এক বৃহৎ প্ল্যান করেছে ৷

মহারাষ্ট্র, গুজরাত , তামিলনাড়ু , দিল্লিতে নতুন করে অনেক সংখ্যায় কেস এসেছে ৷ পরিযায়ি শ্রমিকরা ট্রেনে -বাসে করে নিজের নিজের গ্রামে শহরে ফেরা শুরু করেছেন ৷ বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের অবস্থাও খুবই খারাপ ৷ তাই তাদের উদ্ধারের জন্যেও একাধিক ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার ৷

কেরল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন বিদেশ থেকে আসা দুই ভারতীয় করোনা পজিটিভ হওয়ায় এই আগমন ও তার সংক্রান্ত সঠিক পদক্ষেপের বিষয়ে কড়া অবস্থান নিতে হবে সরকারকে৷

বন্দে ভারত মিশনের অন্তর্গত বহু বিমান ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছচ্ছে ৷ শনিবারের স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ি সারা দেশে মারা গেছেন ১৯৮১জন, এবং মোট আক্রান্ত ছিল ৫৯,৬৬২ জন ৷ ইতিমধ্যেই সেই সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে ৷ ২৪ ঘণ্টা ৩৩২০ টি নতুন কেস ও ৯৫ টি মৃত্যু নথিভুক্ত হয়েছে ৷

এই মুহূর্তে সারা দেশে অ্যাক্টিভ কেস ৩৯,৮৩৪ ও সুস্থ হয়েছে ১৭,৮৪৬ জন ৷ একজন সুস্থ হয়ে চলে গেছেন ৷

এদিকে সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের মতে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির তথ্যের ভিত্তিতে সারা দেশে আক্রান্তের সংখ্যা ৬২, ৬৭১ ৷ ১৯০০০ মানুষ সুস্থ হয়েছে ৷ সারা দেশে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০২৮ জনের ৷ শুক্রবার থেকে সারা দেশে এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬০০০ ৷

শনিবার উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর. পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক. পঞ্জাব. বিহার ও অসম থেকে নতুন আক্রান্তের হদিশ পাওয়া গেছে ৷

 
Published by: Bangla Editor
First published: May 10, 2020, 7:58 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर