#মুম্বই: মহারাষ্ট্রে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যার বিচারে মহারাষ্ট্রই সর্বাধিক ৷ তাই এই রাজ্যকে করোনার ভরকেন্দ্রই বলা হচ্ছে এখন ৷ সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এদিন বলেন, ‘‘ মহারাষ্ট্রের করোনার ৮০ শতাংশ রোগীর দেহেই শুরুতে কোনও লক্ষণ দেখা যায় নি ৷’’ এই মুহূর্তে সে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬২৮ জন ৷ অর্থাৎ দেশের এক-চতুরাংশেরও বেশি করোনা রোগী এখন মহারাষ্ট্রে ৷ বাণিজ্য নগরী মুম্বইয়ের অবস্থাও যথেষ্ট খারাপ ৷ স্বভাবতই তাই চিন্তা বাড়ছে ৷
এই অবস্থায় মহারাষ্ট্রে লকডাউন বাড়ার সম্ভাবনাই বেশি ৷ যদিও এ বিষয় এখনই কিছু জানাননি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ আগামী ৩০ এপ্রিলের পরেই লকডাউন নিয়ে রাজ্যসরকার বিচার-বিবেচনা করবেন বলে জানিয়েছেন ঠাকরে ৷ তবে একইসঙ্গে জানানো হচ্ছে, রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথীল করারও ভাবনা রয়েছে ৷ যেমন ডাক্তাররা ফের তাদের ক্লিনিক এবং ডায়ালিসিস সেন্টার খুলতে পারেন বলে জানিয়েছেন ঠাকরে ৷ লকডাউন একবারে তুলে না দিয়ে ধীরে ধীরেই তা যে করা হবে, তা স্পষ্ট করে দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ ঠাকরের মতে, ‘‘ আমাদের সবার উপরেই এই দায়িত্ব রয়েছে ৷ এটা হল ধৈর্য্যের খেলা ৷ করোনা যুদ্ধে আমাদের জিততে হবে ৷ মারণ ভাইরাসকে ধ্বংস করতে হবে ৷ ’’
नमस्कार.आज महाराष्ट्र के मुख्यमंत्री माननीय उद्धव ठाकरे जी ने महाराष्ट्र की आज की परिस्थिति के बारे में जो कहा और जो कदम हमारी सरकार उठा रही है वो सचमें सराहनीय है.सर्व धर्म के लोगों को एक होकर हमारे मुख्यमंत्री जी का साथ देना चाहिए.एक बार फिरसे बिनती है ,घरमें रहें सुरक्षित रहें
— Lata Mangeshkar (@mangeshkarlata) April 26, 2020
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এদিন ট্যুইট করেন সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও ৷ তিনি ট্যুইটে লেখেন, ‘‘ নমস্কার, আজ মহারাষ্ট্রের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলেছেন এবং সরকার করোনা মোকাবিলায় যা পদক্ষেপ নিয়েছে, তা যথেষ্ট প্রশংসনীয় ৷ সব ধর্মের মানুষ একজোট হয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে সাহায্য করতে হবে ৷ সবাইকে একটাই অনুরোধ, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।