corona virus btn
corona virus btn
Loading

এক মাসের জন্য নেওয়া যাবে না বাড়ি ভাড়া, করোনার জেরে জারি হলো নির্দেশ

এক মাসের জন্য নেওয়া যাবে না বাড়ি ভাড়া, করোনার জেরে জারি হলো নির্দেশ
বাড়ি ভাড়া নিতে পারবেন না মালিকরা৷ PHOTO- FILE

এই মুহূর্তে কোনও ভাড়াটেকে ঘর ছাড়ার জন্য চাপ দেওয়া যাবে না বলেও নির্দেশিকা জারি হয়েছে৷

  • Share this:

করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার বাড়ি ভাড়া নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হলো নয়ডায়৷ একমাস সেখানে বাড়ির মালিকরা বাড়ি ভাড়া নিতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছেন গৌতমবুদ্ধ নগরের জেলাশাসক বি এন সিং৷

দেশজুড়ে লকডাউনের নির্দেশিকা জারি হওয়ার পর নয়ডায় সাধারণ মানুষের অসুবিধার কথা জানতে পরিদর্শনে বেরিয়েছিলেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা৷ সেখানেই অনেকে ভাড়াটে অভিযোগ করেন, লকডাউনের জেরে কর্মহীন অনেককেই আর বাড়িতে থাকতে দিতে রাজি হচ্ছেন না বাড়ির মালিকরা৷ এ ছাড়াও পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক ব্যবসায়ী জিনিসের অতিরিক্ত দাম নিচ্ছেন বলেও অভিযোগ উঠে আসে৷

এই অভিযোগের ভিত্তিতেই বাড়ির মালিকরা এক মাসের ভাড়া নিতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছে নয়ডার জেলা প্রশাসন৷ পাশাপশি, এই মুহূর্তে কোনও ভাড়াটেকে ঘর ছাড়ার জন্য চাপ দেওয়া যাবে না বলেও নির্দেশিকা জারি হয়েছে৷ একই সঙ্গে অতিরিক্ত দামে জিনিস বিক্রি করা আটকাতে নজরদারির জন্য বিশেষ দলও গঠন করা হয়েছে৷

এমনিতেই গোটা উত্তর প্রদেশের মধ্যে নয়ডাতেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি৷ শুক্রবার সন্ধে পর্যন্ত গোটা উত্তর প্রদেশে মোট ৫০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে৷ তার মধ্যে নয়ডাতেই ১৮ জনের শরীরে মিলেছে সংক্রমণ৷

 
First published: March 28, 2020, 4:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर