হোম /খবর /কলকাতা /
করোনায় আরও এক চিকি‍ৎসকের মৃত্যু কলকাতায়, শোকের ছায়া চিকিৎসক মহলে

করোনায় আরও এক চিকি‍ৎসকের মৃত্যু কলকাতায়, শোকের ছায়া চিকিৎসক মহলে

একমাস আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাটমি বিভাগের হেড অফ দ্যা ডিপার্টমেন্ট বা বিভাগীয় প্রধান যাদব চট্টোপাধ্যায় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন।

  • Share this:

#কলকাতা: রাজ্যে করোনা বলি আরও এক জনপ্রিয় চিকিৎসক। নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যে চিকিৎসকদের মৃত্যু হয়েই চলেছে। মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক চিকিৎসকের। গোটা বিশ্বজুড়ে গত এক বছর ধরেই প্রায় প্রতিদিন করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে একের পর এক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মৃত্যু হচ্ছে। মঙ্গলবার দুপুর একটা দশ নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক যাদব চট্টোপাধ্যায়ের মৃত্যু হল। তাঁর মৃত্যুতে শোকের আবহ রাজ্যের চিকিৎসক মহলে।

একমাস আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাটমি বিভাগের হেড অফ দ্যা  ডিপার্টমেন্ট বা বিভাগীয় প্রধান যাদব চট্টোপাধ্যায় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে চিকিৎসাধীন ছিলেন। তবে দিন তিনেক থাকার পরেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ইএম বাইপাসের পাশে মুকুন্দপুর মেডিকা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছিল যে একমো সাপোর্টে রাখা হয়েছিল। শেষ দিন ১৫ তাঁর শারীরিক অবস্থা অনেকটাই আশঙ্কাজনক হয়ে যায়।

যাদব চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোাপাধ্যায়।

একমো পদ্ধতি দ্বারা তাঁকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়। একমো হল হার্ট লাং মেশিন, এক্সট্রা কর্পরেল মেমব্রেন অক্সিজেনের মাধ্যমে অতি সংকটজনক ব্যক্তিকে দীর্ঘদিন কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়। যদিও এতেও শেষ রক্ষা হয় না। মঙ্গলবার দুপুর ১.১০ নাগাদ চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে দূরে সরিয়ে মৃত্যু হয় চিকিৎসক যাদব চট্টোপাধ্যায়ের। শোকের ছায়া নেমে আসে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল জুড়ে।

রাজ্যে নভেল করোনা ভাইরাসের দাপট শুরু হওয়ার পর থেকেই চিকিৎসক,নার্স,স্বাস্থ্যকর্মীদের একটা বড়ো অংশই সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই চালায়।  রাজ্যে এখনও পর্যন্ত ৯৩ জন চিকিৎসকের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পাণ্ডে। ডক্টরস অফ পেশেন্টস বা ডোপা-এর পক্ষ থেকে চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন,পরিস্থিতি এখনও যথেষ্টই উদ্বেগজনক। চিকিৎসকদের মৃত্যু মিছিল চলছে, তবুও রক্তক্ষরণ হলেও লড়াই থেমে থাকবে না। থামতে পারে না। মরণপণ লড়াই চলবেই। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী নির্মল মাঝি জানান, যাদব চট্টোপাধ্যায় মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এই শোক প্রকাশের কোনও ভাষা নেই।

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, Death