#কলকাতা: মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে নতুন অভিযান শুরু করেছে কলকাতা পুরসভা । ওয়ার্ডে ওয়ার্ডে এবার মানুষের নানা সমস্যা সমাধান করতে পৌঁছে যাবেন খোদ মেয়র, কখনও বা পুরকমিশনার নিজে। নতুন এই অভিযানের নাম-কেএমসি অ্যাট ডোর স্টেপ। আগামী ৮ অগাস্ট থেকে শুরু হবে এই অভিযান। প্রথমে শহরের ৫৮ এবং ৬৮ নম্বর ওয়ার্ড থেকে শুরু হবে এই অভিযান ।এরপর অভিযান হবে ৮২ নম্বর ওয়ার্ডে ।
কী হবে এই অভিযানে ?
কারও সম্পত্তি কর নিয়ে সমস্যা, কেউ বা মিউটেশনের আবেদন করেও বিষয়টা শেষ করতে পারছেন না। কারও সমস্যা জলের লাইন। কেউ বাড়ির সামনে রাস্তাটা বলে বলেও করাতে পারছেন না। এবার পুর কর্তৃপক্ষ সমাধান নিয়ে আপনার পাড়ায়। পুরসভার দাবি, বিভিন্ন বিভাগের ডিজি, পুর কমিশনাররা থাকবেন এই দায়িত্বে।
"আসলে আমরা চাইছি যেন কাউকেই কেএমসি তে আসতে না হয়। আমরাই পৌঁছে যাবো মানুষের কাছে।" অভিযান নিয়ে এমনই প্রতিক্রিয়া কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের। বিষয়টি আরও একটু ব্যখ্যা করে বলতে গিয়ে পুরকর্তারা বলছেন, "পুরসভায় বহুদিন অনলাইন পরিষেবা চালু হয়েছে। তবু দেখা যাচ্ছে পুরভবনে লোক আসছে। অর্থাৎ কোথাও একটা ফাঁক রয়েছে। এই ফাঁকটুকু মেটাতেই এই অভিযানের উদ্যোগ।"
আপাতত পরীক্ষামূলক ভাবে কয়েকটি ওয়ার্ড নিয়ে শুরু হলেও আগামী দিনে এই অভিযান শহর জুড়ে ছড়িয়ে দেওয়ার ভাবনা রয়েছে পুরসভার।
কলকাতা পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে যে সব ওয়ার্ড কো-অর্ডিনেটররা আছেন, তারাই আয়োজন করবেন এই অভিযানের। সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বোরো অফিসের কর্তারাও ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Firhad Hakim, KMC