#কোচি: করোনা আতঙ্কের ঢেউ এসে লেগেছে প্রায় সর্বত্র। সবাই সতর্ক হয়েছেন। অনেকেই আতঙ্কগ্রস্থ। প্রতিদিনের জীবনে সেই আতঙ্কের ঢেউ এসে লেগেছে। অনেকেই আছেন যাঁরা আতঙ্কের কারণে দোকানে এসে ভিড় করছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে রাখছেন। পরে খাদ্যের অভাব হলে যাতে কোনও অসুবিধা না হয়, তাই ব্যবস্থা করছেন অনেকে। আর সেই করোনা আতঙ্কের প্রভাব পড়েছে কেরলের একটি মদের দোকানেও।
Winning the internet today, Kerala folks show you how to safely buy booze during Coronavirus. #SocialDrinkstancing pic.twitter.com/8kwaFZNLhx
— Shiv Aroor (@ShivAroor) March 19, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona in india, Coronavirus