হোম /খবর /দেশ /
‌মদের দোকানেও করোনা আতঙ্ক!‌ এক মিটার দূরত্বে দাঁড়িয়ে মদ কিনছেন ক্রেতারা

‌মদের দোকানেও করোনা আতঙ্ক!‌ এক মিটার দূরত্বে দাঁড়িয়ে মদ কিনছেন ক্রেতারা

File Image

File Image

দেখা যাচ্ছে, একটি দোকানে লাইন করে লোক দাঁড়িয়ে আছেন। দোকানটি বিদেশি মদের দোকান।

  • Last Updated :
  • Share this:

#‌কোচি:‌ করোনা আতঙ্কের ঢেউ এসে লেগেছে প্রায় সর্বত্র। সবাই সতর্ক হয়েছেন। অনেকেই আতঙ্কগ্রস্থ। প্রতিদিনের জীবনে সেই আতঙ্কের ঢেউ এসে লেগেছে। অনেকেই আছেন যাঁরা আতঙ্কের কারণে দোকানে এসে ভিড় করছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে রাখছেন। পরে খাদ্যের অভাব হলে যাতে কোনও অসুবিধা না হয়, তাই ব্যবস্থা করছেন অনেকে। আর সেই করোনা আতঙ্কের প্রভাব পড়েছে কেরলের একটি মদের দোকানেও।

সম্প্রতি একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি দোকানে লাইন করে লোক দাঁড়িয়ে আছেন। দোকানটি বিদেশি মদের দোকান। আর সেখানে লাইন দেওয়া ক্রেতাদের মধ্যেই রয়েছে একটি বৈশিষ্ট্য। করোনার কারণে নিজেদের মধ্যে এক মিটার করে দূরত্ব রাখার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সেই নিয়মই মানছেন ক্রেতারা। মদের দোকানের লাইনে একে অপরের থেকে রাখছেন এক মিটার দূরত্ব। সেই পোস্টটি দেখে ‘‌সোশ্যাল ডিস্টেন্সিং’–এর আদর্শ উদাহরণ হিসাবে উল্লেখ করছেন অনেকেই। সামনের রবিবার, দেশ জুড়ে জনতা কারফিফ পালন করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ডাকে সাড়া দিয়ে রেলমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যাত্রীবাহি রেল পরিষেবা বন্ধ রাখার। তার আগে হয়ত বাড়িতে মদ কিনে রাখার কারণেই এই লাইন, বলছেন অনেকে।
Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Corona in india, Coronavirus