#কোঝিকোড়: গোদের উপর বিষফোঁড়া ৷ দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই যাত্রীদের জন্য বড় খবর ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানের ২ যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ৷ এর মধ্যে এক করোনা পজিটিভ যাত্রীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৷ রিপোর্ট আসতেই ৫০ উদ্ধারকারীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷ বিমানের সব যাত্রী-কর্মীদের ও উদ্ধারকাজে শুক্রবার রাতে যারা হাত লাগিয়েছিলেন তাদের সকলের করোনা পরীক্ষা হবে বলে জানিয়েছে কেরল সরকার ৷
কেরলের উচ্চ শিক্ষা মন্ত্রী কেটি জলীল জানিয়েছেন, মৃত করোনা পজিটিভ যাত্রীর স্যাম্পেল পরীক্ষায় পাঠানোয় হয়েছিল, যার রিপোর্ট পজিটিভ আসে ৷ ৪৫ বছরের ওই ব্যক্তিকে সুধীর বলে শনাক্ত করা হয়েছে ৷ মৃতের অটোপ্সি ও সৎকার কাজ সম্পূর্ণ কোভিড প্রোটোকল মনেই করা হবে বলে জানানো হয়েছে ৷ মল্লপুরমের জেলাআধিকারিক কে গোপালকৃষ্ণণ জানিয়েছেন, বিমানের আহত যাত্রীদের এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ তাদেরও কোভিড টেস্টের জন্য স্যাম্পেল নেওয়া হচ্ছে ৷ অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা উদ্ধার অভিযানে সামিল হওয়া প্রত্যেককে কোভিড টেস্টের জন্য নমুনা পাঠানোর নির্দেশ দিয়েছে এবং সাবধানতার জন্য কোয়ারেন্টাইনে থাকার কথা বলেছেন ৷ CISF সূত্রে খবর, আপাতত ৫০ জন উদ্ধারকারী দলের সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷ একইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে করোনা পজিটিভ দুই যাত্রীর সংস্পর্শে আরও কারা কারা এসেছিলেন ৷
শুক্রবার সন্ধ্যায় কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানটি ৷ খাদে পড়ে দু'টুকরো হয়ে যায়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ‘বন্দে ভারত’ মিশনের অন্তর্গত ওই বিমান দুবাই থেকে কোঝিকোড় (কালিকট)-এর উদ্দেশে শুক্রবার বিকেলে ১৮৪ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মী-সহ মোট ১৯১ জনকে নিয়ে রওনা দেয় ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাইলট-সহ ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা ১২০ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air india plane accident