#তিরুবন্তপুরম: করোনা সংক্রমণে লাগাম টানতে শপিং মল, সিনেমা হল, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, পানশালা বন্ধের নির্দেশ দিল কেরল সরকার৷ শুধু তাই নয়, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সমস্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে কেরলে৷
সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, শনি এবং রবিবার শুধুমাত্র জরুরি কাজকর্ম এবং পরিষেবা চালু থাকবে৷ এবার থেকে প্রত্যেক শনিবার রাজ্য সরকারি কর্মীদের ছুটি থাকবে কেরলে৷ বিয়ের অনুষ্ঠানও দু' ঘণ্টার মধ্যে সারতে নির্দেশ দেওয়া হয়েছে৷ বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি আপ্যায়ণ করা যাবে না৷ শেষকৃত্যেও কুড়ি জনের বেশি যেতে পারবেন না৷
হোটেল এবং রেস্তোঁরা বা অন্যান্য দোকানও রাত সাড়ে সাতটার মধ্যে বন্ধ করে দিতে হবে৷ তবে রাত ৯টা পর্যন্ত হোম ডেলিভারির অনুমতি দেওয়া হয়েছে৷ পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে কেরলের সব জেলাতেই খোলা হচ্ছে কন্ট্রোল রুম৷ ধর্মীয় স্থানগুলি খোলা রাখার অনুমতি দিলেও সেখানে একত্রে ৫০ জনের বেশি ভিতরে থাকতে পারবেন না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Kerala