#তিরুঅনন্তপুরম: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের কাছে নজির সৃষ্টি করেছে কেরল৷ করোনা গত কয়েক সপ্তাহে কেরলে করোনা ভাইরাসে নতুন করে সংক্রমণ নেই৷ মৃত্যুও ঘটেনি৷ তাই কেরলের একটা বড় অংশেই লকডাউন প্রায় তুলে নিয়েছে কেরলের পিনারাই বিজয়ন সরকার৷ কেরল সরকারের এই সিদ্ধান্তে বেজায় চটেছে কেন্দ্র৷ গত ১৫ এপ্রিলে ঘোষিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের লকডাউন গাইডলাইন মানা হচ্ছে না বলে কেরল সরকারকে চিঠি দিল কেন্দ্র৷
কেরলের দুটি জোনে লকডাউন অনেকাংশে শিথিল করে দিয়েছে কেরল সরকার৷ জোড়-বিজোড় সংখ্যায় বেসরকারি যানচলাচল শুরু হয়েছে৷ এমনকী আজ অর্থাত্ সোমবার থেকে রেস্তোরাঁও খুলে যাচ্ছে৷ কেন্দ্রের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের গাইডলাইন সব রাজ্যকেই মানতে হবে৷
এই পরিপ্রেক্ষিতে কেরলের মন্ত্রী কড়কম্পল্লি সুরেন্দরণরে কথায়, 'আমরা কেন্দ্রের নির্দেশ মতোই লকডাউন শিথিল করেছি৷ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হচ্ছে, তাই কেন্দ্র চিঠি দিয়ে জানতে চেয়েছে৷ আমরা সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেললেই, আমার মনে হয় সমস্যা মিটে যাবে৷'
কেরল সরকার কয়েকটি জোনে রেড জোন ক্যাটেগরিতে রেখেছে৷ সেগুলি হল, কাসারগড়, কন্নুর, কোঝিকোড় ও মলপ্পুরম৷ এই এলাকাগুলিতে ৩ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Kerala government