corona virus btn
corona virus btn
Loading

করোনার প্রভাবে কাজের লোক ছুটিতে, কীভাবে বাসন মাজছেন ক্যাটরিনা! ভিডিও ভাইরাল

করোনার প্রভাবে কাজের লোক ছুটিতে, কীভাবে বাসন মাজছেন ক্যাটরিনা! ভিডিও ভাইরাল

নিজের কাজ নিজেদেরই করতে হচ্ছে৷ যেমন বাসন মাজছেন ক্যাটরিনা৷ ঠিক যেভাবে আপনার, আমার বাড়ির লোক ঘরের কাজগুলি করেন, সেভাবেই ঘরের কাজ সারছেন বলি সুন্দরীরা!

  • Share this:

#মুম্বই: বাসন মাজছেন ক্যাটরিনা! কোনও ছবির শ্যুটিং-এ নয়৷ নিজের বাড়িতে, নিজের জন্য৷ করোনার প্রভাবে গোটা দেশের একপ্রকার লকডাউন চলছে৷ মুম্বই জুড়ে একই ছবি৷ বাড়িতেই থাকছেন সকলে৷ কেউ কোথাও যাওয়া-আসা করতে পারছেন না৷ তারকাদের বাড়িতেও আসতে পারছেন না তাদের পরিচারক বা পরিচারিকা৷ অগত্যা, নিজের কাজ নিজেদেরই করতে হচ্ছে৷ যেমন বাসন মাজছেন ক্যাটরিনা৷ ঠিক যেভাবে আপনার, আমার বাড়ির লোক ঘরের কাজগুলি করেন, সেভাবেই ঘরের কাজ সারছেন বলি সুন্দরীরা! নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন তিনি৷

তবে ভিডিওতে তিনি স্বীকার করে নিয়েছেন যে কীভাবে এই কাজ তিনি করবেন বুঝে উঠতে পারছিলেন না৷ স্বাভাবিক এই কাজ না করে, অভ্যাসও নেই৷ প্রথমে ভাবছিলেন যে একটি একটি করে বাসন ধোবেন৷ তারপর তিনি সবকটি বাসন একসঙ্গে সিঙ্কে রেখে ধুতে শুরু করেন৷ দেখে নিন ক্যাটরিনার এই ভিডিওটি৷

First published: March 24, 2020, 12:46 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर