#কানপুর: মাস্ক না পরেই বাইরে বেরিয়েছিলেন পুলিশের এক শীর্ষ কর্তা৷ তবে তার জন্য কোনও অজুহাত দিতে চাননি তিনি৷ বরং ভুলের জন্য নিজেই উদ্যোগী হয়ে জরিমানা দিলেন উত্তর প্রদেশ পুলিশের এক শীর্ষ কর্তা৷ তাঁর এই ব্যতিক্রমী আচরণের প্রশংসা করছে সব মহলই৷
কানপুর রেঞ্জ-এর আইজি মোহিত আগরওয়াল শুক্রবার বাড়রা এলাকায় পরিদর্শনের জন্য বেরিয়েছিলেন৷ গাড়ি থেকে নামার সময় ভুলবশত মাস্ক পরেননি তিনি৷ এর পর নিজের ভুল বুঝতে পেরেই বাড়রা থানার স্টেশন অফিসারকে তাঁকে জরিমানা করতে বলেন৷ পুলিশকর্তার নির্দেশ মতো তাঁর নামে থানা থেকে ১০০ টাকা জরিমানার চালান কাটা হয়৷ সঙ্গে সঙ্গে সেই অর্থ মিটিয়ে দেন ওই পুলিশকর্তা৷
সংবাদমাধ্যমকে ওই পুলিশকর্তা পরে বলেন, 'আমি নিজের অধস্তন অফিসারদের সঙ্গে আলোচনা করার সময়ই নিজের ভুল বুঝতে পারি৷ সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে মাস্ক নিয়ে তা পরে নিই৷ কিন্তু আমার মনে হয়েছিল পুলিশ এবং জনসাধারণের সামনে উদাহরণ তৈরি করার জন্য আমার জরিমানা দেওয়া উচিত৷'
कल बर्रा थाना क्षेत्र मे भ्रमण दौरान गाड़ी से उतरते वक़्त IG रेंज द्वारा मास्क धारण नहीं किया गया था,यद्यपि कुछ ही सेकेन्ड मे उन्होने मास्क पहन लिया, फिर भी उन्होंने स्वयं चालान करवाया व जुर्माना राशि जमा की ताकि जनता व अन्य पुलिस कर्मियों में मास्क पहनने की जागरूकता पैदा हो । pic.twitter.com/ZlVIg1M4D8
— IG RANGE KANPUR (@igrangekanpur) June 6, 2020
বাইরে বেরিয়ে মাস্ক না পরলে ১০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল উত্তর প্রদেশ সরকার৷ সেই নির্দেশ মেনেই পুলিশের ওই শীর্ষকর্তা জরিমানার টাকা দেন৷ নিজে জরিমানা দিয়ে সাধারণ মানুষের কাছেও বাইরে বের হলেও মাস্ক পরার আবেদন জানান কানপুর রেঞ্জ-এর আইজি মোহিত আগরওয়াল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।