• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • করোনায় আক্রান্ত সাংবাদিক, আতঙ্কে AIIMS-র চারতলা থেকে ঝাঁপ, মৃত্যু!

করোনায় আক্রান্ত সাংবাদিক, আতঙ্কে AIIMS-র চারতলা থেকে ঝাঁপ, মৃত্যু!

Journalist Jumps from AIIMS after being corona positive

Journalist Jumps from AIIMS after being corona positive

করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে ওই সাংবাদিক এবং ডিপ্রেসিং মেসেজ পাঠাতে থাকেন সহকর্মী ও বন্ধুদের৷

 • Share this:

  #নয়াদিল্লি: ৩৪ বছরের সাংবাদিক৷ একটি হিন্দি দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ খবর সংগ্রহে নিত্যদিন বাড়ির বাইরে পা রাখতে হত তাঁকে৷ এরপরই ধরা পড়ল করোনা৷ করোনা সংক্রমণ কোনও ভাবে মানতে পারেননি তিনি৷ ভয়ে AIIMS-এর চারতলা থেকে ঝাঁপ দেন৷ গুরুতর আহত হন তিনি৷ ভর্তি করা হয় ICU-তে৷ এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়৷

  করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই চূড়ান্ত আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক৷ তারপর থেকে ডিপ্রেসিং মেসেজ পাঠাতে থাকেন সহকর্মী ও বন্ধুদের৷ তাঁরা সকলেই বুঝতে পারেন যে খুবই চরম মানসিক অবসাদে ভুগতে শুরু করেছেন তিনি৷

  উত্তর পূর্ব দিল্লির ভজনপুর এলাকায় থাকতেন তিনি৷ পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই কন্যা৷ লকডাউনের ফলে কর্মক্ষেত্রেও হাল বেহাল ছিল এবং প্রতিনিয়ত চাকরি চলে যাওয়ার ভয় ছিল৷ এর সঙ্গে জুড়ে ছিল বসের মানসিক অত্যাচার৷ সব মিলিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল ওঁর, বলছেন এক সহকর্মী৷ এরপর করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে আর ঠিক রাখতে পারেননি সাংবাদিক৷ চূড়ান্ত অবসাদে আত্মহত্যার পথই বেছে নেন৷

  Published by:Pooja Basu
  First published: