corona virus btn
corona virus btn
Loading

করোনায় আক্রান্ত সাংবাদিক, আতঙ্কে AIIMS-র চারতলা থেকে ঝাঁপ, মৃত্যু!

করোনায় আক্রান্ত সাংবাদিক, আতঙ্কে AIIMS-র চারতলা থেকে ঝাঁপ, মৃত্যু!
Journalist Jumps from AIIMS after being corona positive

করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে ওই সাংবাদিক এবং ডিপ্রেসিং মেসেজ পাঠাতে থাকেন সহকর্মী ও বন্ধুদের৷

  • Share this:

#নয়াদিল্লি: ৩৪ বছরের সাংবাদিক৷ একটি হিন্দি দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ খবর সংগ্রহে নিত্যদিন বাড়ির বাইরে পা রাখতে হত তাঁকে৷ এরপরই ধরা পড়ল করোনা৷ করোনা সংক্রমণ কোনও ভাবে মানতে পারেননি তিনি৷ ভয়ে AIIMS-এর চারতলা থেকে ঝাঁপ দেন৷ গুরুতর আহত হন তিনি৷ ভর্তি করা হয় ICU-তে৷ এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়৷

করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই চূড়ান্ত আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক৷ তারপর থেকে ডিপ্রেসিং মেসেজ পাঠাতে থাকেন সহকর্মী ও বন্ধুদের৷ তাঁরা সকলেই বুঝতে পারেন যে খুবই চরম মানসিক অবসাদে ভুগতে শুরু করেছেন তিনি৷

উত্তর পূর্ব দিল্লির ভজনপুর এলাকায় থাকতেন তিনি৷ পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই কন্যা৷ লকডাউনের ফলে কর্মক্ষেত্রেও হাল বেহাল ছিল এবং প্রতিনিয়ত চাকরি চলে যাওয়ার ভয় ছিল৷ এর সঙ্গে জুড়ে ছিল বসের মানসিক অত্যাচার৷ সব মিলিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল ওঁর, বলছেন এক সহকর্মী৷ এরপর করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে আর ঠিক রাখতে পারেননি সাংবাদিক৷ চূড়ান্ত অবসাদে আত্মহত্যার পথই বেছে নেন৷

Published by: Pooja Basu
First published: July 6, 2020, 11:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर