হোম /খবর /দেশ /
ভারতে করোনা আক্রান্ত বেড়ে ৩২৪ ! আতঙ্কে গোটা দেশ

ভারতে করোনা আক্রান্ত বেড়ে ৩২৪ ! আতঙ্কে গোটা দেশ

Photo Courtesy: New York Times

Photo Courtesy: New York Times

ভারতে করোনায় মৃত বেড়ে ৬ ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি:  দেশে করোনা আক্রান্ত ২৮৩ জন ভারতীয় ৷ এর পাশাপাশি আরও ৪১জন বিদেশিও রয়েছেন করোনা আক্রান্তদের তালিকায় ৷  মহারাষ্ট্রে লক-ডাউনের মধ্যেও  করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৬৩ ৷ ভারতে এখনও পর্যন্ত করোনায় সুস্থ ২৪ জন ৷  ভাইরাস মোকাবিলায় কার্যত লকডাউন রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় আংশিক লকডাউন করা হয়েছে ৷ এদিকে ভারতে করোনায় মৃত বেড়ে ৬ ৷ ফের মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মৃত্যু হল রবিবার ৷ মুম্বইয়ে এই নিয়ে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু হল ৷

এদিকে করোনা মোকাবিলায় নতুন পরীক্ষা বিধি জারি করল ICMR। নয়া বিধিতে বলা হয়েছে, সর্দি-কাশি-জ্বর-শ্বাসকষ্ট হলেই পরীক্ষা করতে হবে। উপসর্গ থাক না থাক, করোনা আক্রান্তের সংস্পর্শে এলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক।

দেশে করোনা সংক্রমণ দিনদিনই বাড়ছে। তাই সতর্কতা চরমে। শনিবার নয়া নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।

নতুন পরীক্ষা বিধিতে বলা হয়েছে,

১. সর্দি-কাশি-জ্বর-শ্বাসকষ্ট হলেই এবার পরীক্ষা

২. উপসর্গ থাক না থাক, করোনা আক্রান্তের সংস্পর্শে এলেই পরীক্ষা

৩. করোনা আক্রান্তের সংস্পর্শে আসার ৫-১৪ দিনের মধ্যে পরীক্ষা

৪. নিউমোনিয়া আক্রান্তদেরও করোনা পরীক্ষা বাধ্যতামূলক

৫. সন্দেহভাজন করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি নিতেই হবে

করোনা নিয়ে বিশ্ব জুড়ে কাঁপন। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১১ হাজার ছাপিয়ে গিয়েছে ৷ ইতালিতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৬২৭ জনের ৷ স্পেন, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেনে করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিনই বেড়েছে আমেরিকায় প্রতি পাঁচজনের মধ্যে একজনকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus, Coronavirus in India