Home /News /coronavirus-latest-news /
করোনা কাঁটায় এখন সবই অনিশ্চিত, IPL নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামিকাল শনিবার

করোনা কাঁটায় এখন সবই অনিশ্চিত, IPL নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামিকাল শনিবার

IPL-এ করোনা-কাঁটা ৷ ক্রিকেট লিগ ঘিরে অনিশ্চয়তা ৷

 • Share this:

  #মুম্বই: করোনার কাঁটা এবার আইপিএলেও। ভাইরাসের ভয়ে এবছর টুর্নামেন্ট না করার পরামর্শ বিদেশমন্ত্রকের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে BCCI-কেই। আগামিকাল, শনিবার IPL গভর্নিং কাউন্সিলের বৈঠকেই নির্ধারিত হবে ক্রিকেট লিগের ভাগ্য।

  এবার কি চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে দেখা যাবে ধোনিকে? ওয়াংখেড়েতে ঝড় তুলবেন হিট-ম্যান রোহিত? বেঙ্গালুরুর কাপ-কাঁটা ঘোচাতে পারবেন কাপ্তান কোহলি? সবকিছুর সামনেই এখন বড় প্রশ্নচিহ্ন। সৌজন্যে নোভেল করোনাভাইরাস। করোনা আতঙ্কে এবছর BCCI-কে আইপিএল না করার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। শনিবার IPL গভর্নিং কাউন্সিলের বৈঠকে ক্রিকেট লিগের ভাগ্য নির্ধারিত হবে।

  বিদেশমন্ত্রকের পরামর্শেই মোদি সরকারের বার্তা দেখতে পাচ্ছে BCCI-এর কর্তাদের একাংশ। ক্রীড়ামন্ত্রকও নির্দেশে দিয়েছে যে, এই মুহূর্তে খেলাধুলোর কোনও ইভেন্টে বেশি দর্শকের উপস্থিতি কাম্য নয়। এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার গর্ভনিং কাউন্সিলের বৈঠকে টুর্নামেন্টের পক্ষে সিদ্ধান্ত হলেও সমস্যা অনেক।

  - শেষ পর্যন্ত IPL হলেও, কার্যত দর্শকশূন্য মাঠে টুর্নামেন্ট করতে হবে - সেক্ষেত্রে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে - ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার - ফলে প্রথম পর্যায়ে বিদেশিদের ছাড়াই নামতে হবে টিমগুলিকে

  এত বাধা পেরিয়ে এবছর কি আইপিএলের বল গড়াবে? করোনা আতঙ্কে চূড়ান্ত অনিশ্চিত বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ।

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Coronavirus, IPL 2020

  পরবর্তী খবর