#মুম্বই: নামজাদা বিনিয়োগকারী রাকেশ ঝুনঝনওয়ালা-র বিস্ফোরক মন্তব্য! করোনা ভাইরাসকে মাত্রাতিরিক্ত বড় করে দেখানো হয়েছে এবং পুরো বিষয়টিতে ভীতিপ্রদানকারী একটা আবহাওয়া তৈরি করা হয়েছে ৷
CNBC-TV18-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন , ‘লকডাউন নিশ্চিতভাবেই অত্যন্ত জরুরি ছিল ৷ কিন্তু কোভিড ১৯-কে যে ভাবে বড় করে দেখানো হয়েছে তা মাত্রাতিরিক্ত ৷ ’
তিনি আরও বক্তব্য, কোভিড ১৯ একটি অত্যন্ত সংক্রামক রোগ ৷ পাশাপাশি যাঁরা বৃদ্ধ এবং একাধিক রোগে আক্রান্ত তাঁদের জন্য অত্যন্ত ক্ষতিকর ৷ তবে এটা ফ্লু-র ধাঁচের এমনটাই জানিয়েছেন তিনি ৷
তিনি জানিয়েছেন লকডাউনের সিদ্ধান্ত সঠিক কারণ সে সময়ে সঠিকভাবে মেডিক্যাল পরিষেবা তৈরি করে নেওয়া গেছে ৷ তবে ভারতকে নিয়ন্ত্রণের সাহায্যে অর্থনীতি চালু রাখার কাজও চালাতে হবে ৷
এই মুহূর্তে ভারত সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত দেশগুলির তালিকার ৭ নম্বরে উঠে এসেছে ৷ সারা দেশে কেসের সংখ্যা ২ লক্ষ এবং মৃত্যু হয়েছে ৫০০০ বেশি ৷
অতিমারীর জেরে যে লকডাউন চলছে তাতে অর্থনীতি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ যদিও ঝুনঝুনওয়ালার মতে, স্টক মার্কেট যে ভাবে উঠা-পড়া করছে তা একেবারে বোকাবোকা ৷ পাশাপাশি লেবার রিফর্ম সঠিক না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন ৷
তিনি বলেছেন , ‘বোকা ষাঁড় হওয়ার চেয়ে আমি একজন আশাবাদী ষাঁড়ে পরিণত হয়েছি ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Pandemic, Corona Virus, Coronavirus