#নয়াদিল্লি: ব্রিটেনে মাথাচাড়া দেওয়া নতুন করোনা স্ট্রেন গোটা বিশ্বকেই ভাবাচ্ছে৷ ব্যতিক্রম নয় ভারত৷ কারণ নয়া রূপের এই ভাইরাসটি আগের তুলনায় ৭০% বেশি সংক্রামক৷ ভারতে এই মুহূর্তে বহুরূপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮৷ মঙ্গলবার এমন তথ্যই জানাল স্বাস্থ্য মন্ত্রক৷ মঙ্গলবার আরও নতুন ২০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ খবর সংবাদ সংস্থা এএনআই-এর৷ যদিও কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের বায়োটেকনলোজি বিভাগের সচিব রেনু স্বরূপ অন্য সংখ্যা বলছেন৷ তিনি জানিয়েছেন, "এখনও পর্যন্ত ভারতে ৭১ জনের শরীরে ব্রিটেন করোনা স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে৷" এই রিপোর্ট ইন্ডিয়া টুডে-র৷
গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্য রাত পর্যন্ত ব্রিটেন থেকে ভারতের বিভিন্ন রাজ্যে ৩৩,০০০ যাত্রী এসেছেন৷ ভাইরাসের এই রূপান্তরিত রূপটি নিয়ন্ত্রণ করতে সহ-ভ্রমণকারী, তাঁদের পরিবার ও অন্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে৷ শুধু ভারতেই নয়, ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন ও সিঙ্গাপুরেও করোনার নতুন স্ট্রেন মিলেছে৷ যদিও দিন দুয়েক আগে ভাল খবর শুনিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)৷ তাদের দাবি, গোটা বিশ্বে ভারতই প্রথম দেশ হিসেবে নয়া প্রজাতির করোনার সফল কালচার করে নজির গড়েছে৷ ব্রিটেনফেরত যাত্রীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেই এই কাজ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তারা।
অন্যদিকে হুহু করে ব্রিটেনে বাড়ছে করোনা। ৫ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে মরিয়া ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আবার লকডাউনের পথে হাঁটছেন। সোমবার তিনি জানিয়ে দিলেন, আগামী ৬ সপ্তাহ পূর্ণ লকডাউন থাকবে ব্রিটেন। বন্ধ থাকবে স্কুল কলেজও। বরিস জনসনের ভয়, এখনই লাগাম না টানতে পারলে ব্রিটেনের স্বাস্থ্যব্যবস্থা আরেকবার ভেঙে যেতে পারে। এমনকী প্রজাতন্ত্র দিবেসে নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতে আসছেন না জনসন৷