BIG BREAKING: প্রথম দেশীয় প্রযুক্তির করোনা টেস্টিং কিট, বিদেশ থেকে আর কিনতে হবে না

BIG BREAKING: প্রথম দেশীয় প্রযুক্তির করোনা টেস্টিং কিট, বিদেশ থেকে আর কিনতে হবে না
ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা টেস্টিং কিট

পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশনস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা তৈরি করেছে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা ভাইরাস টেস্ট কিট৷

  • Share this:

#মুম্বই: সারা বিশ্ব করোনা সামলাতে নাজেহাল৷ একের পর এক আক্রান্তের খবর আসছে৷ মহারাষ্ট্রের অবস্থা শোচনীয়৷ এ হেন পরিস্থিতিতে ভারত প্রমাণ করল, করোনা মোকাবিলায় চেষ্টার ত্রুটি নেই দেশের গবেষকদের৷ যার নির্যাস, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম করোনা টেস্ট কিট তৈরি করে ফেললেন ভারতের গবেষকরা৷

পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশনস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা তৈরি করেছে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা ভাইরাস টেস্ট কিট৷ করোনা ভাইরাস টেস্টের জন্য ভারত অন্য দেশের দিকে তাকিয়ে ছিল৷ ফলে টেস্টেও দেরি হচ্ছিল৷ তা ছাড়া ভারতে টেস্ট সেন্টার কম হওয়ায়, বহু মানুষের নমুনা টেস্ট করতেও বেগ পেতে হচ্ছে৷ এ হেন কঠিন পরিস্থিতিতে চলে এল দেশীয় টেস্ট কিট৷

এই করোনা টেস্ট কিট-টি অনুমোদন দিয়ে দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)৷ একটি কিট-এর দাম ৮০ হাজার টাকা৷ ১০০ জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে একটি কিটে৷

সংস্থার তরফে জানানো হয়েছে, এক সপ্তাহে ১ থেকে দেড় লক্ষ টেস্ট কিট তারা উত্‍পাদন করতে পারবে৷ মাইল্যাব ডিসকভারির বিজ্ঞানী রঞ্জিত দেশাইয়ের কথায়, 'আমরা চেষ্টা করছি উত্‍পাদন আরও বাড়ানোর, যাতে আরও দ্রুত করোনা মোকাবিলা সম্ভব হয়৷ বিদেশ থেকে কেনা টেস্ট কিট-এর চেয়ে এক চতুর্থাংশ কম দাম এই কিট-এ৷'

First published: March 24, 2020, 5:33 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर