#নয়াদিল্লি: অপেক্ষার অবসান। ৫১ দিন থমকে থাকার পর চালু ভারতে চালু হতে চলেছে প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা। তবে একবারে নয়, ধাপে ধাপে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা।
রেলওয়ের তরফে রবিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১২ মে থেকে প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা চালু হবে দেশে। আইআরসিটি-র মাধ্যমে যাত্রীরা আগাম টিকিট বুকিং করতে পারবেন সোমবার বিকেল ৫ টা থেকে। রেলসূত্রে নির্দেশ, যাতায়াত করার সময় বাধ্যতামূলক ভাবে মুখে মাস্ক পরতে হবে যাত্রীদের।
Indian Railways will resume passenger train operations from May 12 with 15 pairs of trains. Booking of tickets for these trains will start at 4 pm on May 11.
রেল সূত্রে খবর, প্রথম দফায় ১৫ জোড়া ট্রেন যাত্রা শুরু করবে। আগের হিসেব অনুযায়ী নয়, বরং জরুরি পরিস্থিতিতে বিশেষ ট্রেন হিসেবেই এই ট্রেনগুলি চলবে, জানাচ্ছে রেল। কোন রুটে চলবে এই ট্রেনগুলি? দেখে নিন-