#নয়াদিল্লি: গত বছর করোনার (Coronavirus) প্রথম ঢেউ যখন বিশ্ব জুড়ে আছড়ে পরে সে সময় টালমাটাল হয়ে পড়েছিল আমেরিকার (USA) স্বাস্থ্য পরিকাঠামো । হাসপাতালগুলিতে জায়গা হচ্ছিল না রোগীর । সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)-এর ডাকে সাড়া দিয়ে আমেরিকাকে (America) সাহায্যার্থে এগিয়ে এসেছিল ভারত । করোনার ওষুধ হাইড্রক্সিক্লোরোক্যুইন পাঠানো হয়েছিল । সেই সময়ের কথা মনে করে ভারতকেও করোনা যুদ্ধে সাহায্য করার প্রতিশ্রুতি দিল আমেরিকা । সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Baiden) ফোনালাপের পর এমনটাই জানা গেল হোয়াইট হাউজের (White House) পক্ষ থেকে ।
My discussion with @POTUS @JoeBiden also underscored the importance of smooth and efficient supply chains of vaccine raw materials and medicines. India-US healthcare partnership can address the global challenge of COVID-19.
— Narendra Modi (@narendramodi) April 26, 2021
করোনা টিকার কাঁচামাল সরবরাহ করার ব্যাপারে ভারতকে রবিবারই আশ্বাস দিয়েছিল আমেরিকা। তার এক দিন পর সোমবার বাইডেন জানিয়েছেন যে, এ দেশের করোনা রোগীদের চিকিৎসায় আপৎকালীন সহযোগিতাও করবে তাঁর প্রশাসন। প্রসঙ্গত, রবিবার আমেরিকার জাতীয় পরামর্শদাতা জেক সালিভান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে জানিয়েছিলেন যে সে দেশ থেকে ভারতে করোনা টিকার কাঁচামাল অবিলম্বে সরবরাহ করা হবে। পাশাপাশি, করোনার পরীক্ষায় র্যাপিড ডায়াগনস্টিক কিট, ভেন্টিলেটর এবং পিপিই-ও ভারতে পাঠানোর বন্দোবস্ত করা হবে। এর আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (EEU), জার্মানি, ফ্রান্স-সহ বিশ্বের একাধিক দেশ।
Today, I spoke with Prime Minister @narendramodi and pledged America’s full support to provide emergency assistance and resources in the fight against COVID-19. India was there for us, and we will be there for them.
— President Biden (@POTUS) April 26, 2021
সোমবার বাইডেনের সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে ট্যুইটারে জানিয়েছিলেন মোদি । লিখেছিলেন, ‘‘দু’দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের মধ্যে । প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছি এ ভাবে আমাদের পাশে থাকার জন্য ।’’ এর পর মার্কিন প্রেসিডেন্টও একটি ট্যুইট বার্তায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আজ কথা হয়েছে । ভারতের কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা । ভারত আমাদের জন্য ছিল, আমরাও তাদের প্রয়োজনে পাশে থাকব ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Joe Biden, Narendra Modi