ওয়াশিংটন: অতিমারি সত্ত্বেও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অর্থনৈতিক সঙ্কট সামলানোর জন্য ভারতের প্রশংসায় ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ)৷ সংগঠনের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ভারতের "অত্যন্ত দৃড় সিদ্ধান্তমূলক" পদক্ষেপের প্রশংসা করলেন৷
বৃহস্পতিবার আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলনে ভারতের এই দক্ষতায় তিনি মোহিত৷ আগামী ২৬ জানুয়ারি আইএমএফ এক তালিকা প্রকাশ করে জানাবে যে, করোনার ধাক্কার পর দেশগুলি কীভাবে অর্থনীতি সামলেছে৷ ক্রিস্টালিনা বলছেন, "২৬ জানুয়ারির দিকে সকলের চোখ। আমরা যে আপডেট দেব সেখানে দেখতে পাবেন যে, ভারতের অবস্থা কিন্তু ততটাও খারাপ নয়৷ কারণ, অতিমারির পরেও অর্থনৈতিক সঙ্কটকে সামাল দিতে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে৷"
How can strong governance of economic institutions curb corruption? What reforms can be undertaken to promote inclusive growth?What is the role of digitalization? Watch now the virtual discussion w/ Azour, @UNDP , @ICNLAlliance, @UniofOxford , @EleniGiokos https://t.co/ztcK8eUU9T
— IMF (@IMFNews) January 13, 2021
ভারতের আরও প্রশংসা করে ক্রিস্টালিনা বলছেন, "ভারত কিন্তু আরও বেশি করে কঠোর বিধিনিষেধ ও লকডাউনের পথে হেঁটেও নীতি নির্ধারণ করেছে বলে এই রূপান্তর সম্ভব হয়েছে৷ করোনার আগেও পরে ভারতের অর্থনীতি সেভাবে বদলায়নি৷ সরকারের আর্থিক এবং রাজস্ব নীতিও প্রশংসনীয়৷ কোভিড কালে উদীয়মান বাজার থেকে জিডিপি-র ৬ শতাংশ এসেছে ভারতের৷ যেটা গড়ে একটু ওপরের দিকেই৷ এর ফলেই কিন্তু ভারতের অর্থনীতিতে একটা গতি রয়েছে৷ ভারতে আরও করতে পারলে, সেটা যেন করে৷" অর্থনীতির ত্বরান্বিত রূপান্তরের সমর্থনে কাঠামোগত পরিবর্তনে মুগ্ধ হয়েছে আইএমএফ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus