হোম /খবর /দেশ /
আমেরিকার পরে সংযুক্ত আরব আমিরশাহী, ৫৫ লক্ষ হাইড্রোক্লোরোকুইন পাঠাল ভারত

আমেরিকার পরে সংযুক্ত আরব আমিরশাহী, ৫৫ লক্ষ হাইড্রোক্লোরোকুইন পাঠাল ভারত

শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল চিত্র।

শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল চিত্র।

শনিবার রাতে গালফ দূতাবাস থেকে টুইট করে বলা হয়, প্ৰথম দফার ওষুধ ইতিমধ্যেই পাঠানো হয়েছে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: এবার সংযুক্ত আরব আমিরশাহীতে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠাচ্ছে ভারত। শনিবার নয়াদিল্লি থেকে এমনটাই বিবৃতি দিয়ে জানিয়ে গালফ দূতাবাস।

গত মাসের কেন্দ্র থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন অন্যান্য ওষুধ বিদেশে রফতানির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করলে সিদ্ধান্ত বদল করে ভারত। ঠিক হয় মানবিকতার স্বার্থে প্ৰয়োজনীয়তার নিরিখে এই ওষুধ পাঠাবে ভারত। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে এই ওষুধ। শুক্রবার প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকাতেও ওষুধ পাঠাতে চলেছে ভারত। এই তালিকায় এর পরের নামই সংযু্ক্ত আরব আমিরশাহী।

শনিবার রাতে গালফ দূতাবাস থেকে টুইট করে বলা হয়, প্ৰথম দফার ওষুধ ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সেখানে ৫৫ মিলিয়ন কোভিড-১৯ ড্রাগ অর্থাৎ হাইড্রোক্লোরক্সিকুইন রয়েছে। অল্প সময়ের মধ্যেই তা পৌঁছে যাবে সংযুক্ত আরব আমিরশাহীতে।

Published by:Arka Deb
First published:

Tags: Coronavirus, COVID19