corona virus btn
corona virus btn
Loading

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩০০ ছাড়াল ! মৃত ৫৬

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩০০ ছাড়াল ! মৃত ৫৬

মহারাষ্ট্র এবং কেরল, এই দুই রাজ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৷

  • Share this:

#নয়াদিল্লি: যত দিন যাচ্ছে ততোই যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাসে ৷ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও ভারতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ শুক্রবার সকাল পর্যন্ত সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৩০১ ৷ সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ ৷ কেরল এবং মহারাষ্ট্রেই এখন সবচেয়ে খারাপ অবস্থা ৷ আক্রান্তের সংখ্যা এই দুই রাজ্যেই সবচেয়ে বেশি ৷

আক্রান্তের সংখ্যায় এখনও পর্যন্ত শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন। মহারাষ্ট্রের পরই ছিল কেরল। তার পরে ছিল তামিলনাড়ু। কিন্তু গত দু’দিনের মধ্যে প্রায় পাঁচ গুণ সংক্রমণ বেড়েছে তামিলনাড়ুতে। ৩১ মার্চ ওই রাজ্যে সংক্রমণের যে সংখ্যাটা ছিল মাত্র ৭৪। সেটাই ৪৮ ঘণ্টার মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৩০৯। সংক্রমণের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে চলে এসেছে কেরল। সেখানে ২৮৬ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ১৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এদেশে ৷ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করবে ভারত, আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের ৷

Published by: Siddhartha Sarkar
First published: April 3, 2020, 12:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर