৭ মাসে সর্বনিম্ন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ১২,৫৮৪
দেশে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১২,৫৮৪, সাত মাসে যা সর্বনিম্ন
দেশবাসীকে সুখবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ভারতে করোনায় আক্রান্ত ১২,৫৮৪৷ সাত মাসের সর্বনিম্ন পরিসংখ্যান এটাই৷ এই একই সময় মারণ রোগে প্রাণ গিয়েছে ১৬৭ জনের৷
#নয়াদিল্লি:দেশবাসীকে সুখবর শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ভারতে করোনায় আক্রান্ত ১২,৫৮৪৷ সাত মাসের সর্বনিম্ন পরিসংখ্যান এটাই৷ এই একই সময় মারণ রোগে প্রাণ গিয়েছে ১৬৭ জনের৷ এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০, ৪৭৯, ৯১৩৷ মৃতের সংখ্যা ১,৫১,৩৬৪৷
India reports 12,584 new COVID-19 cases, 18,385 discharges, and 167 deaths in last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,04,79,179
Active cases: 2,16,558
Total discharges: 1,01,11,294
Death toll: 1,51,327 pic.twitter.com/XmDBLn7RNh
অন্য দিকে হাতে আর চার দিন৷ তারপরেই দেশ জুড়ে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে যাবে৷ মঙ্গলবার থেকে করোনা টিকার বন্টনও শুরু হয়ে গিয়েছে৷ তার মধ্যেই সংক্রমণের সংখ্যা এতটা কমে যাওয়া ভারত অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও এক ধাপ এগিয়ে গেল৷
গত টানা ২২ দিন ধরে অ্যাক্টিভ কেস ৩ লক্ষের নিচেই আছে৷ এই মুহূর্তে সংখ্যাটা ২, ১৭,২৫৫৷ এটাও একটা ইতিবাচক দিক৷ করোনাকে হারিয়ে সুস্থ হয় ফেরার সংখ্যা ১,০১,১১,২৯৪৷ সুস্থতার হার ৯৬.৪৯ শতাংশ৷ মৃত্যুর হার ১.৪৪ শতাংশ৷
প্রথম ধাপে ভারতে মোট ৩০ কোটি মানুষের শরীরে করোনা টিকা প্রয়োগ করা হবে৷ কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, গৌহাটি ও লখনউ-সহ দেশের মেট ১৩টি কেন্দ্রে টিকা দেওয়া হবে৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে পুণে থেকে গোটা দেশে ৫৫.৬ লক্ষ ডোজ সরবরাহ করা হচ্ছে৷