#নয়াদিল্লি: সংক্রমণে এখনও দ্বিতীয় ধাপে ভারত, সামাজিক মেলামেশা বন্ধ করতেই হবে। অসতর্ক হলেই দেশে গোষ্ঠী সংক্রমণ, এমনটাই সতর্কবার্তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
বিশ্বজুড়ে করোনা ত্রাস! অব্যাহত মৃত্যুমিছিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে একদিনে ৮৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল । সংখ্যাটা সর্বোচ্চ। মানে একদিনে এর আগে দেশে এত করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। ফলে বলাই চলে, ভারতে ক্রমে তার থাবা বসাচ্ছে করোনাভাইরাস। যেভাবে দেশের প্রশাসন সংক্রমণ রোধ করতে চেয়েছে, তার ফলে পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় সংক্রমণের অভিঘাত কম থাকলেও ধীরে ধীরে সংখ্যা প্রায় ৭০০ ছুঁয়েছে।
এদিকে শুক্রবার খবর মিলেছে করোনা আক্রান্ত হয়ে রাজস্থানের ভিলওয়ারায় মৃত্যু হয়েছে একজনের। মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৭–এ।
বিশ্বে করোনায় মৃত ২৪ হাজার ছাড়াল। ইতালিতে মৃতের সংখ্যা ছড়িয়েছে ৮ হাজার। স্পেনে মৃত্যু সাড়ে ৪ হাজারের কাছাকাছি। বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৫ লক্ষ ৩০ হাজার। শেষ ১ লক্ষ আক্রান্ত ২ দিনে। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় সুস্থ ১ লক্ষ ২৩ হাজার ৯৪২জন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Inida 2nd stage