#নয়াদিল্লি: করোনা আক্রান্ত ২০ হাজারের দোরগোড়ায় ৷ ভারতে করোনা আক্রান্ত ১৯ হাজার ৯৮৪ জন ৷ ভারতে করোনায় মৃত বেড়ে ৬৪০ ৷ দেশে ৩ হাজার ৮৭০ করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ শেষ পনেরো ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন ৷
এদিকে করোনার সংক্রমণ রুখতে কেন্দ্র সরকার যেমন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ঠিক তেমনিই বিভিন্ন রাজ্য সরকারও সক্রিয় ৷ ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে দিল্লি -নয়ডা সীমান্ত ৷ এদিকে এখনও সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রেই ৷ সেখানে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫২ জন আক্রান্ত হয়েছেন ৷ মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫০০ ৷
দিল্লিতে করোনা সংক্রমণওখুব দ্রুত ছড়াচ্ছে জাহাঙ্গিরপুর -র ৬ পুলিশ কর্মী করোনা পজিটিভ হয়েছেন ৷ সোমবার চাঁদনি মহল পুলিশ স্টেশনের ৫ জন পুলিশ কর্মীও সংক্রমিত হয়েছেন ৷
India's total number of #Coronavirus positive cases rises to 19,984 (including 15474 active cases, 3870 cured/discharged/migrated and 640 deaths): Ministry of Health and Family Welfare pic.twitter.com/OPsbfO7QGO
— ANI (@ANI) April 22, 2020
Delhi-Gautam Budh Nagar/Noida border has been completely closed by Gautam Budh Nagar admn as a preventive measure against #COVID19. SI Gurmukh Singh says "Only those with passes, media personnel, doctors, sanitation workers & vehicles carrying fruits/vegetables are being allowed" pic.twitter.com/kGeE0WUBCV
— ANI UP (@ANINewsUP) April 22, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, করোনা ভাইরাস