#নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে বড় করোনা টিকাকরণ কর্মসূচি (The world's largest immunisation exercise against COVID-19) শুরু হয়েছে ভারতে৷ গত ১৬ জানুয়ারি ভারতে প্রথম করোনা টিকা (Covid Vaccine) দেওয়ার মহাযজ্ঞ শুরু হয়৷ ৬ দিনের মধ্যে ১০ লক্ষ টীকাকরণ করে ভারত বিশ্বরেকর্ড করে ফেলেছিল৷ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়ে দিল যে, করোনা টিকাকরণে এখন বিশ্বের মধ্যে তিন নম্বরে ভারতের অবস্থান৷ আগে শুধুই আমেরিকা ও ব্রিটেন৷
মন্ত্রক জানিয়েছে, ভারতের ১২টি রাজ্যে অগ্রাধিকারের ভিত্তিতে ২ লক্ষেরও বেশি টিকা দেওয়া হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ৬ লক্ষ ৭৩ হাজার ৫৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। এই তথ্য ৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ সকাল ৮টা পর্যন্ত নেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত মোট ৫৭ লক্ষ ৭৫ হাজার (স্বাস্থ্যকর্মী: ৫৩ হাজার ০৪ লক্ষ ৫৪৬ ও ফ্রন্টলাইন কর্মী: ৪ লক্ষ ৭০ হাজার ৭৭৬ জন) ব্যক্তিকে করোনা টিকা দেওয়া হয়েছে৷
#LargestVaccineDriveIndia is now 3rd Topmost Country with Highest Doses of #COVID19 Vaccine administered. https://t.co/2Z3QWhjB44 pic.twitter.com/9iBipAMjGp
— Ministry of Health (@MoHFW_INDIA) February 7, 2021
দেখা গিয়েছে যে ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৫৮ হাজার ৪৭৩ জনকে ৮ হাজার ৮৭৫টি সেশন মিলিয়ে ১ লক্ষ ১৫ হাজার ১৭৮টি টিকা দেওয়া হয়েছে৷ প্রতিদিন করোনা টিকা দেওয়ার সংখ্যা বেড়েই চলেছে বলেও জানানো হয়েছে। ভারতের করোনা যুদ্ধে অন্যতম ভাল খবরও এসেছে এই দিন৷ গত ২৪ ঘণ্টায় দৈনিক ৮০ জনেরও কম মৃত্যু হয়েছে৷ যা বিগত নয় মাসে সর্বনিম্ন৷
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আগের দিনের থেকে নতুন করে আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও ১২ হাজারের কাছাকাছি কোভিডরোগী সুস্থ হয়েছেন। যদিও সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৮ লক্ষ ২৬ হাজার ৩৬৩। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৯ জন।
এদিন ভারতে করোনায় সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৭৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ১৭৬ জন। বর্তমানে দেশে মাত্র ১.৩৭ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন। প্রসঙ্গত, দেশে সামগ্রিক সংক্রমণের হার শেষ কয়েক দিন ধরে ক্রমশ কমছিল। এ দিন তা কিছুটা বেড়েছে। তবে দৈনিক সংক্রমণের হার ১ এবং ২ শতাংশের মধ্যে ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় ভারত ৬ লক্ষ ৯৫ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.৭৩ শতাংশ। যা আগের দিন ছিল ১.৫৮ শতাংশ।