#নয়াদিল্লি: সাত লক্ষের সীমা অতিক্রম করেছিল গতকালই। ভারতের করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে আট লক্ষের দিকে এগোচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৭৯ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৭ লক্ষ ৬৭ হাজার ২৯৬ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ২ লক্ষ ৬৯ হাজার ৭৮৯ জন। এ যাবৎ মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১২৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮৭ জনের।
Record single-day spike of 24,879 COVID-19 cases pushes India's tally to 7,67,296; death toll 21,129 with 487 new fatalities: Health ministry
করোনা-পরীক্ষার পরিসংখ্যানের ভিত্তিতে একধাপ এগিয়েছে ভারত। বুধবার কমপক্ষে ২ লক্ষ ৬৭ হাজার জনের করোনা পরীক্ষা হয়েছে।
করোনা আক্রান্তের নিরিখে সবচেয়ে বেশি চাপ বাড়াচ্ছে দিল্লি মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরিসংখ্যান। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৭২৪ জন। গত চব্বিশ ঘণ্টাতে মৃত্যু হয়েছে ১৯৮ জনের। দিল্লিতেও আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৮৬৪ জন। তবে বহু আক্রান্তই সুস্থ হয়ে গিয়েছেন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪৫২ জন। তামিনলাড়ুতে মোট আক্রান্ত ১ লক্ষ ২২ হাজার ৩৫০ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৪৬ হাজার ৪৮৩ জন।