হোম /খবর /দেশ /
১ দিনে করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড দেশে, সর্বোচ্চ করোনা আক্রান্ত ৯৩০৪!

১ দিনে করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড দেশে, সর্বোচ্চ করোনা আক্রান্ত ৯৩০৪!

Representative Image

Representative Image

১ দিনে এত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে দেশে, যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড হল দেশে৷ সর্বোচ্চ ৯৩০৪ জন আক্রান্ত হলেন ১ দিনে৷ গত ২৪ ঘণ্টায় ২৬০জনের মৃত্যু হয়েছে৷ সব মিলিয়ে দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ১৬ হাজার ৯১৯৷ মোট মৃত্যু বেড়ে হয়েছে ৬ হাজার ৭৫৷ তবে সুস্থও হয়ে উঠেছেন অনেকে৷ সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১ লক্ষ ৪হাজার ১০৭৷

দেশে ঘোষিত হয়েছে আনলক ওয়ান পর্ব। একটু একটু করে খুলে দেওয়া হচ্ছে সমস্ত বন্ধ দরজা। আর তার মধ্যই করোনা পরিসংখ্যান অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে।

অন্যদিকে বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৩লক্ষ ৮৫হাজার ৯৯১৷ এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়৷ এখনও পর্যন্ত মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ১লক্ষ ৭ হাজার ১৭৫ জনের৷ এরপরই রয়েছে ব্রিটেন, যেখানে মৃত্যু হয়েছে ৩৯৮১১৷ এর পরই করোনায় মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ইতালি৷ সেখানে ৩৩৬০১ জনের মৃত্যু হয়েছে৷

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, COVID19