হোম /খবর /দেশ /
দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০৩৫ জন, মোট মৃত ২৩৯

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০৩৫ জন, মোট মৃত ২৩৯

মৃতের সংখ্যা বাড়ছে গোটা দেশে। বাড়তে পারে লকডাউন।

মৃতের সংখ্যা বাড়ছে গোটা দেশে। বাড়তে পারে লকডাউন।

উদ্বেগ বাড়াচ্ছে দিল্লিও।শুক্রবার রাত পর্যন্ত সেখানে আক্রান্তোর সংখ্যা ৯০৩। মৃত্যু হয়েছে ১৪ জনের।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারতের উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিল করোনা ভাইরাস। করোনায় মৃত্রে সংখ্যা ২৩৯। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট আক্রান্ত হয়েছেন ১০৩৫ জন। এই সংখ্যাটা এ যাবৎ কালের সবচেয়ে বেশি। এই ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৪০জনের। এই মুহূর্তকে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৪৭। এই আবহেই আর কিছুক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী দের সঙ্গে। স্থির হবে লকডাউনের মেয়াদ বাড়বে কি না, বাড়লেও নতুন শর্তাবলী কী হবে।

এই মুহূর্তে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র। অন্তত ৯৭ জনের মৃত্যু হয়েছে সেখানে গত কালই সেখানে আক্রান্ত হয়েছেন ২২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা শনিবার সকাল পর্যন্ত ১৩৬৪। পর্যবেক্ষকদের মত, এখনই সংক্রমণের গতি কমাতে না পারলে পশ্চিমী দেশগুলির মতো অবস্থা হবে মহারাষ্ট্রের।

উদ্বেগ বাড়াচ্ছে দিল্লিও।শুক্রবার রাত পর্যন্ত সেখানে আক্রান্তোর সংখ্যা ৯০৩। মৃত্যু হয়েছে ১৪ জনের। ১৮৩ টি নতুন সংক্রমণ ধরা পড়েছে শুক্রবারই। ইতিমধ্যে দিল্লির ৩০টি হটস্পট চিহ্নিত করা হয়েছে।

Published by:Arka Deb
First published:

Tags: Coronavirus, COVID19, Lockdown, Narendra Modi