#ঝাড়খন্ড: রেড জোন থেকে আসা এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন নাপিতের কাজ করতে একজন তাঁর বাড়িতে এসেছিলেন ৷ আর এটাই চরম ক্ষতি করে দিল ৷ এই ঘটনাটি সিংভূম জেলার বাগবেড়া এলাকার ৷ জেলা প্রশাসন সেই নাপিত ও যাঁর চুল দাড়ি কেটেছেন তাদের বিষয়ে থানাকে জানিয়েছে ৷
জেলা প্রশাসনের দাবি ওই ব্যক্তি হোম কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছেন ৷ তাঁদের অভিযোগ নাপিত জানতেন ওই ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে আছেন তারপরেও তাঁর বাড়িতে গিয়ে নাপিতের কাজ করেন ৷ নাপিত জানতেন ওই ব্যক্তি বাইরে থেকে এসেছেন ৷
এই ব্যক্তি ২ জুন হার্টের অসুখের চিকিৎসা করে দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন ৷ গভীর রাতে নাপিতের রিপোর্ট পজিটিভ আসে ৷ প্রশাসন তারপরে নাজেহাল ৷
তাঁরা জানতে পেরেছেন তিনি ৭০ জনের দাড়ি কামিয়েছিলেন ৷ এর ফলে বাগবেড়া এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ জেলা প্রশাসন ও পুলিশ এই বিষয় নিয়ে রীতিমতো চিন্তিত ৷
ইতিমধ্যেই ১৪ জনকে চিহ্নিত করে প্রশাসন কোয়ারেন্টাইন করে দিয়েছে ৷ বাকি লোকদের খোঁজ চলছে ৷ করোনার জন্য এঁদের পরীক্ষা করা হয়েছে ৷ এর মধ্যে দিল্লি থেকে আসা ব্যক্তিকে বারিডিহি -র মর্সি হাসপাতালে নিয়ে গেছেন যে টেম্পো চালক তাঁকেও কোয়ারেন্টাইন করা হয়েছে ৷ তাঁকেসরকারি কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে ৷ নাপিতের সঙ্গে আসা ব্যক্তিদের জোরকদমে খোঁজ চলছে ৷ তাঁদের সকলের করোনা পরীক্ষা করা হবে ৷
জেলা প্রশাসনের পক্ষ থেকে রবিশঙ্কর শুক্লা জেলার সমস্ত মানুষের কাছে আবেদন করেছেন তাঁদের হোম কোয়ারেন্টাইনের সব নিয়ম মানতে হবে ৷ কারণ কোনও রকম নিয়ম লাঘব করলে তাঁদেরও করোনা সংক্রমণ হতে পারে ৷সকলকে মাস্ক পরতে ও স্যানেটাইজার ব্যবহার করতে বলেছেন ৷ এদিকে সিংভূম জেলায় বৃহস্পতিবার দুটি নতুন পজিটিভ কেস এসেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus