#নয়াদিল্লি : সংক্রমণ বাড়তে থাকায় দিল্লিতে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হল। সোমবার সকাল পাঁচটায় লকডাউন শেষ হওয়ার কথা ছিল রাজধানীতে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ল আরও এক সপ্তাহ। শনিবারই একথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
গত ১৯ এপ্রিল থেকেই লকডাউন চলছে দিল্লিতে। কেজরিওয়াল বলেন, ‘রাজধানী দিল্লিতে সংক্রমণ এখনও বাড়ছে। মানুষ লকডাউন বাড়ানোর পক্ষপাতী। তাই লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হল।’
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমিত হয়েছেন ২৭ হাজারের বেশি। দৈনিক মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। এই নিয়ে টানা ২০ দিন দিল্লিতে সংক্রমণ ২০ হাজারের বেশি। রাজধানীতে অ্যাকটিভ কেসের সংখ্যা প্রায় ১ লক্ষ। এই পরিস্থিতিতে লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ।স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তায় রেখেছে কেজরিওয়াল সরকারকে। হাসপাতালগুলির অবস্থা, অক্সিজেন আকাল নিয়ে উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা। এই অবস্থায় লকডাউন তুলে নিলে সংক্রমণের হার স্বাভাবিকভাবেই আরও বাড়ত। তেমন হলে রাজধানীর স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই ঝুঁকি নিতে রাজি হননি দিল্লি সরকারের কর্তাব্যক্তিরা। পরিস্থিতি মোকাবিলায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্তই শ্রেয় বলে মনে করেছেন তাঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।