#কলকাতা: প্রতিবছর এই সময়টা ভিড়ে পা ফেলা দায় হয়ে যায় নিউমার্কেট চত্বরটায়। শুধু নিউমার্কেট কেন, ইদের কারণে রাজ্য সব বড় বাজারগুলিতেই হইহই পড়ে যায়। কিন্তু এবার পরিস্থিতি একেবারে ভিন্ন। করোনার কারণে দেশজুড়েই চলছে লকডাউন। জমায়েত বন্ধ রাখার নির্দেশ রয়েছে ১৭ মার্চ পর্যন্ত। এই পরিস্থিতিতে ইদের জমায়েত রুখতে লকডাউন আরও বাড়াতে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হলেন ইমামরা।
এ দিন ইমামদের সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়। বেঙ্গল ইমামস অ্য়াসোশিয়েশনের অনুরোধ, অন্তত ৩০ তারিখ পর্যন্ত লকডাউন বাড়ানো হোক রাজ্যে। ইদের বাজার বন্ধের ফলে যে ব্যাপক আর্থিক ক্ষতি তা মাথায় রেখেও প্রাণ বাঁচাতেই এই সিদ্ধান্ত বলবৎ হোক, চাইছেন তাঁরা।
সংগঠনের তরফে লেখা হয়েছে, "মানুষ আগে বাঁচুক, পরে উৎসব। আমরা এত স্যাক্রিফাইস করেছি, আরও করব। আমাদের কোনও উৎসব দরকার নেই।"
আনুমানিক ভাবে এবার ইদের চাঁদ দেখা দিতে পারে ২৫ মে। কিন্তু কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, তৃতীয় দফার লকডাউন চলবে ১৭ মে পর্যন্ত। ইমামরা চাইছেন, কেন্দ্র লকডাউন তুললেও রাজ্য যেন সংক্রমণের কথা মাথায় রেখেই আরও দু'সপ্তাহ লকডাউন চালিয়ে নিয়ে যান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee