#শিলিগুড়ি: করোনার প্রভাব এসে পড়েছে সরকারি বাস পরিষেবাতেও। এক ধাক্কায় শিলিগুড়ি ডিপোয় যাত্রী সংখ্যা কমেছে ১২-১৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছে জনসমাগম এড়িয়ে চলুন। তার জেরেই কি যাত্রী সংখ্যায় হ্রাস? পরিবহন সংস্থার এক কর্তার দাবি, করোনার জেরেই যাত্রী সংখ্যায় ভাঁটা পড়েছে। বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে পরিবহন সংস্থা। সংস্থার শিলিগুড়ি ডিপোর ইন চার্জ শ্যামল সরকার জানান, জ্বর, সর্দি, কাশির উপসর্গ থাকলে যাত্রীদের প্রতি পরামর্শ বাসে চেপে যাত্রা না করে হাসপাতালে যান। চিকিৎসকের পরামর্শ নিন। এই লেখা সম্বলিত হোর্ডিং শীঘ্রই প্রতিটি সরকারি বাসে লাগানো হবে। এমনকী কনডাক্টরদেরও সেই নির্দেশ দেওয়া হবে এমন রোগের লক্ষন থাকলে বাসে না তুলে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়ার।
এদিকে সতর্কতা হিসেবে বাস চালক, কনডাক্টরদের মাস্ক দেওয়া হয়েছে। কেননা যাত্রীদের খুব কাছাকাছি থাকেন তারা। সেইসঙ্গে হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহারের দিকেও জোর দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। যাত্রীদের মধ্যেও একটা বড় অংশ বেশ সতর্ক। মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যাণ্ড স্যানিটাইজার সঙ্গে নিয়েই সফর করছেন অনেকেই। তাদের কথায়, সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্য এবং কেন্দ্র। সতর্কতা অবলম্বন করে চললে অসুবিধে তো নেই। আবার অনেকেই অসতর্ক। দিব্যি বেড়িয়ে পড়েভহেন। তবে শীঘ্রই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করবেন বলে জানান। প্রতিটি সরকারী ডিপো থেকে শুরু করে বাস স্ট্যাণ্ড জীবাণুমুক্ত করার দিকে বেশী জোর দিয়েছে পরিবহন সংস্থা। পাশাপাশি প্রতিদিনই প্রতিটি বাস জীবাণুমুক্ত রাসায়নিক স্প্রে করা হচ্ছে। গাড়ির ভেতরও স্প্রে করা হচ্ছে। শিলিগুড়ি ডিপোর ইন চার্জ জানান, সতর্কতা মেনেই চলা হচ্ছে। যাত্রীদেরও সচেতন হতে হবে। এক যাত্রীর দাবী, পরিবহন সংস্থার কর্তাদেরও আরো সচেতনতা বাড়াতে হবে। যাতে যাত্রীরা নির্ভয়ে স্বাচ্ছন্দে ট্র্যাভেল করতে পারেন। কেননা বাসে তো সমাগম হওয়াই স্বাভাবিক।
PARTHA PRATIM SARKAR
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus, Coronavirus, North Bengal