#নয়াদিল্লি : করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমালটাল ভারত৷ এই অবস্থায় আগেই নিজেদের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করেছিল সিবিএসই বোর্ড৷ এবার সেই একই পথে হাঁটল আইসিএসই বোর্ডও৷ দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হয়েছে৷ অন্যদিকে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে৷
ICSE Board Exams Update | 10th board exams cancelled and 12th board exams postponed.@Runjhunsharmas with details. pic.twitter.com/UnwYUCiwmp
— News18 (@CNNnews18) April 20, 2021
গত বছরেও করোনা অতিমারির জেরে একাধিক পরীক্ষায় প্রভাব পড়েছিল৷ এবার বছরের শুরুতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হলেও অমানবিক গতিতে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ তাই এভাবে বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে বোর্ডগুলি৷
ICSE বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ভিন্নতর পদ্ধতিতে পড়ুয়াদের মূল্যায়ন করে তৈরি হবে ক্লাস টেনের রেজাল্ট৷ ়যারা ইচ্ছুক তাঁরা ক্লাস ১২ -র সঙ্গে পরীক্ষা দিতে পারবেন৷
CISCE বোর্ড জানিয়েছে আগেই ক্লাস ১২ -র পরীক্ষা স্থগিত করে দিয়েছে৷ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষা অফলাইনে হবে৷ এর জন্য জুন মাসে তারিখ ঘোষণা করা হবে৷ সিআইএসসি-র বোর্ড পরীক্ষা ক্লাস ১০-র জন্য ৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল৷ শেষ পরীক্ষা হত ৭ জুন৷ আর ১২ পরীক্ষা ৮ এপ্রিল থেকে ১৮ জুন অবধি হত৷ জানার বিষয় CISCE বোর্ড দুটি বোর্ড নিয়ে তৈরি একটি ক্লাস টেনের আইসিএসই বোর্ড আর ক্লাস ১২-র পরীক্ষা আইএসসি বোর্ডের অন্তগর্ত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, ICSE