টি টোয়েন্টি বিশ্বকাপের নায়ক এখন সামিল করোনা যুদ্ধে, ক্রিকেটারকে ট্যুইটে কুর্নিশ আইসিসি-র

Last Updated:

যোগিন্দর শর্মা সম্পর্কে আইসিসি-র ট্যুইট, ‘‘ বিশ্বের আসল হিরো... ৷’’

#নয়াদিল্লি: লকডাউনেও ভাইরাস সংক্রমণ ঠেকানো যাচ্ছে না ৷ করোনায় দেশে মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে ৷ এই অবস্থায় অনেক চিত্রতারকা থেকে ক্রিকেটারই এখন করোনা মোকাবিলায় দেশকে সাহায্য করতে এগিয়ে এসেছেন ৷ তবে ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক যোগিন্দর শর্মাকে মনে আছে ? হ্যাঁ, একসময় ভারতীয় দলে খেলা এই পেস বোলার এখন হরিয়ানা পুলিশের ডিএসপি ৷ তাই করোনা যুদ্ধে তিনি রয়েছেন একেবারে মাঠেই ৷ যা দেখে আইসিসি-ও ট্যুইট করে কুর্নিশ জানিয়েছে এই স্পিডস্টারকে ৷ যোগিন্দর শর্মা সম্পর্কে আইসিসি-র ট্যুইট, ‘‘ বিশ্বের আসল হিরো... ৷’’
advertisement
ক্রিকেট পরবর্তী জীবনে পুলিশ অফিসার হিসেবে করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করে যাচ্ছেন যোগিন্দর শর্মা।' ২০০৭ বিশ্বকাপের ফাইনালে পাক অধিনায়ক মিসবা উল হকের উইকেট নিয়েই রাতারাতি নায়কের তকমা পেয়েছিলেন ৷ এবার তিনি অন্য যুদ্ধে অবতীর্ণ। এবার লড়াই জীবনের। মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে নীল জার্সির পরিবর্তে খাকি পোশাকে দায়িত্ব পালন করছেন যোগিন্দর। তাঁকে কুর্নিশ জানাচ্ছে আইসিসি থেকে বিশ্ববাসী প্রত্যেকেই।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
টি টোয়েন্টি বিশ্বকাপের নায়ক এখন সামিল করোনা যুদ্ধে, ক্রিকেটারকে ট্যুইটে কুর্নিশ আইসিসি-র
Next Article
advertisement
JMM BJP Alliance in Jharkhand: দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন সমীকরণ?
দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন সমীকরণ?
  • দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় হেমন্ত সোরেন৷

  • ঝাড়খণ্ডের রাজনীতিতে বড় বদলের জল্পনা৷

  • সরকারেও বড় বদলে যেতে পারে জোট সমীকরণ৷

VIEW MORE
advertisement
advertisement