হোম /খবর /দেশ /
'টিকা নিয়ে একদম ঠিক আছি, কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি: এমস ডিরেক্টর

টিকা নিয়ে একদম ঠিক আছি, কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি: এমস ডিরেক্টর

টিকা নিয়ে একদম ঠিক আছি, কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি: এমস ডিরেক্টর

টিকা নিয়ে একদম ঠিক আছি, কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি: এমস ডিরেক্টর

করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখনও অনেকেরই উদ্বেগ রয়েছে৷ এমনকী কেউ কেউ মনে করেন যে, এই টিকা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে! এসব কথা স্ট্রেইট ব্য্যাটে খেলে মাঠের বাইরে পাঠালেন গুলেরিয়া৷ পাশাপাশি করোনা মুক্ত দেশ গড়ার জন্য সকলকে টিকা নেওয়ার অনুরোধ করলেন তিনি৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণের মহাযজ্ঞ৷ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স-এর (এমস) ডিরেক্টর রণদীপ গুলেরিয়াও টিকা নিয়েছেন প্রথম দিনেই৷ করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখনও অনেকেরই উদ্বেগ রয়েছে৷ এমনকী কেউ কেউ মনে করেন যে, এই টিকা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে! এসব কথা স্ট্রেইট ব্য্যাটে খেলে মাঠের বাইরে পাঠালেন গুলেরিয়া৷ পাশাপাশি করোনা মুক্ত দেশ গড়ার জন্য সকলকে টিকা নেওয়ার অনুরোধ করলেন তিনি৷

সোমবার ইন্ডিয়া টুডে টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে গুলেরিয়া বললেন, "কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি আমার৷ আজ সকাল থেকে কাজ করছি, এমনকী বৈঠকও সেরেছি কয়েকটা৷ আমি একদম ঠিক আছি৷ আমি সকলকে বলব, যদি আমরা এই কোভিড যুগ থেকে নিজেদের বার করে এনে মৃত্যুর হার কমাতে চাই, অর্থনীতির পুনরুদ্ধার করে স্কুলগুলিকে খুলে স্বাভাবিক জীবনে ফিরতে চাই, তাহলে সকলের উচিত এগিয়ে এসে টিকা নেওয়া৷"

টিকা থেকে অ্যালার্জি হওয়ার বেশ কয়েক'টা ঘটনার কথা জানা যাচ্ছে৷ সেই প্রসঙ্গে গুলেরিয়া বলছেন, "যে কোনও ওষুধ নিলেই অ্যালার্জি হতে পারে৷ ১০ শতাংশের কম মানুষ টিকা নেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হন বা শরীরে ব্যথা অনুভব করেন৷ যেখানে করোনার টিকা দেওয়া হয়, ঠিক সেই জায়গায় ভীষণ অল্প ব্যথা হয়৷ এমনকী ক্রোসিন, প্যারাসিটামল থেকেও এলার্জি হতে পারে৷ যদি ফুসকুড়ি দেখা দেয় বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাহলে চিন্তা করার কোনও কারণ নেই৷ সেগুলো মোকাবিলা করার মতো ব্যবস্থা সর্বত্র রয়েছে৷"

প্রথম দিনে মোট ২ লক্ষ ২৪ হাজার ৩০১ জনকে টিকা দেওয়া হয়েছিল৷ টিকাদান কর্মসূচির নিরীখে এটি বিশ্ব রেকর্ড৷ সংখ্যাটা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের থেকেও বেশি৷ দেশের মোট ৩০০৬ কেন্দ্রে টিকাকরণের কাজ হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে ১০০ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে৷ প্রথম পর্যায়ে সারা দেশের ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ অবশ্যই তাঁরা স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মী৷ দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ ধীরে ধীরে দেশের সব মানুষকেই টিকা দেওয়া হবে৷

Published by:Subhapam Saha
First published:

Tags: AIIMS, Covid vaccine