হোম /খবর /বিদেশ /
স্বাধীনতা দাও নইলে মৃত্যু! আমেরিকার রাস্তায় লকডাউনের প্রতিবাদে নামল মিছিল...

হয় স্বাধীনতা নয় মৃত্যু! আমেরিকার রাস্তায় লকডাউনের প্রতিবাদে নামল মিছিল...

  • Last Updated :
  • Share this:

#টেক্সাস: মার্কিন মুলুকের রাস্তায় নামল শ’য়ে শ’য়ে মানুষ৷ লকডাউেনর প্রতিবাদ করে তারা গর্জে উঠল আমেরিকার রাস্তায়৷ একটাই বক্তব্য তাদের, 'লিভ ফ্রি অর ডাই', অর্থাৎ স্বাধীনতা দাও না হলে মৃত্যু৷ তাদের দাবি যে সমস্ত এলাকায় করোনার প্রকোপ কম, সেই সব এলাকাগুলি খুলে দিতে হবে৷ ঘটনাটি ঘটল নিউ হ্যাম্পশায়রের কনকর্ড৷ সেখানে লকডাউন মানতে চাইছেন না কেউ৷ ঠান্ডার মধ্যে রাস্তায় নামলেন অনেকে৷ অনেকে আবার গাড়িতে বসেই অংশ নিলেন এই প্রতিবাদ মিছিলে৷ তাদের বক্তব্য ছিল যে তাদের এলাকায় কম করোনার সংক্রমণ সেভাবে ছড়াতে পারেনি৷ তাই তারা কেন বাড়িতে বসে থাকবেন, তা নিয়েই ছিল প্রতিবাদ৷

শুধু নিউ হ্যাম্পশায়রে নয়, মেরিল্যান্ডেও একভাবে প্রায় ২০০ মানুষ নামলেন রাস্তায়৷ তাদেরও একই বক্তব্য৷ অন্যদিকে এইভাবে লকডাউন না মানার প্রতিবাদে টেক্সাসের মানুষও সামিল হলেন৷ তারা সকলে চাইছেন আবার কাজে ফিরতে৷ সাধারণ জীবন যাপন করতে৷ লকডাউনে বাড়িতে বসে থাকলে দেশের অর্থনীতিও মুখ থুবড়ে পড়বে৷ এই আশঙ্কা করছেন তারা৷ যার জেরে অনেকে চাকরি হারাতে পারেন৷

আরও পড়ুন পাকিস্তানের মাটিতে করোনায় মৃত তাবলিগি জামাত ফায়সলাবাদের প্রধান, হাজারের বেশি আক্রান্ত

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজেও এই লকডাউন তুলে দেওয়ার পক্ষে৷ শনিবার রাতে তিনি বেশ কতগুলি ট্যুইট করেন৷ যার মূল অর্থ ছিল দ্রুত সাধারণ জীবনে ফিরতে হবে৷ এরপরই মার্কিন নাগরিক রাষ্ট্রপতির সুরে সুর মেলান৷ যদিও যেই সব প্রদেশে এই প্রতিবাদ হয়েছে সেখানে প্রতিপক্ষ দল ক্ষমতাশীন৷

আমেরিকায় মানুষের স্বাধীনতা শেষ কথা৷ প্রতিটি মানুষ সেখানে নিজের মতো করে বাঁচতে পারেন৷ এই উদাহরণ টেনেই প্রতিবাদীরা বলছেন যে তারাও চান মুক্তি৷ করোনার ভয়ে যারা ঘরে থাকতে চান, মানতে চান লকডাউন তারা স্বইচ্ছায় তা মানুন৷ কিন্তু যারা মানতে চান না, তাদের ছেড়ে দেওয়া হোক৷ যদিও স্বাস্থ্যকর্মীরা বলছেন এই লকডাউন হঠাৎ করে উঠে গেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে৷

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, COVID19, Lockdown, USA