#মালদহ: অক্ষয় তৃতীয়ার বাজার মন্দা মালদহে । গত তিনদিন ধরে রাস্তার ধারে বসে থেকেও লক্ষ্মী- গণেশের মূর্তি বিক্রি করতে পারেননি মৃৎশিল্পীরা । প্রায় হাজারখানেক মূর্তি বানিয়ে ছিলেন মালদহের হবিবপুরের মৃৎশিল্পী মানিক পাল। লকডাউনে মার খায় ১লা বৈশাখের বাজার। আশা ছিল অক্ষয় তৃতীয়ার বাজার চাঙ্গা হবে । কিন্তু সেই আশাতেও জল ঢেলেছে করোনার পরিস্থিতি। অধিকাংশ মূর্তির গায়ে রঙের প্রলেপ দিতে পারেননি। আবার যেসব মূর্তি বাজারজাত করার জন্য এনেছিলেন, অক্ষয় তৃতীয়ার বেলা পর্যন্ত সেগুলি বিক্রি করতে পারেননি। আর্থিক ক্ষতির মুখে মৃৎশিল্পীরা।
মালদহে বেশিরভাগ ক্ষেত্রেই অক্ষয় তৃতীয়ার পুজো হচ্ছে না । অল্প কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানেও নামমাত্র পুজো হয় । ব্যাপক ক্ষতির মুখে মালদহের দরিদ্র মৃৎশিল্পীরা। আগে কখনও এমন বাজার হয়নি বলছেন তাঁরা ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshya Tritiya, Lockdown