হোম /খবর /দেশ /
সবচেয়ে 'বিপজ্জনক' শহর দিল্লি! সংক্রমণে রাজধানী ছাড়াল মুম্বইকে

Covid in Delhi : সবচেয়ে 'বিপজ্জনক' শহর দিল্লি! সংক্রমণে রাজধানী ছাড়াল মুম্বইকে

সংক্রমণ কমলেও কমেনি মৃত্যু Photo - File

সংক্রমণ কমলেও কমেনি মৃত্যু Photo - File

গত ৪ এপ্রিল একদিনে মুম্বইয়ে সংক্রমিত হয়েছিলেন ১১ হাজার ১৬৩ জন৷ যা ছিল বাণিজ্য নগরী তথা দেশের একটি শহরে সবচেয়ে বেশি সংক্রমিতের সংখ্যা ৷ ১৪ এপ্রিল সেই সংখ্যাকে ছাপিয়ে রেকর্ড সংক্রমণ হয় দিল্লিতে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি : কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে মুম্বইতেই সবথেকে বেশি সংক্রমণের খবর পাওয়া যায় মেট্রো সিটিগুলোর মধ্যে। কিন্তু ছবিটা বদলেছে গত ১১ এপ্রিল থেকে। এইদিন থেকেই সংক্রমণে বাণিজ্য নগরীকে ছাপিয়ে গেল দেশের রাজধানী শহর৷ বুধবার দিল্লিতে করোনা সংক্রমিত হন ১৭ হাজারের বেশি মানুষ ৷ অন্যদিকে, মুম্বইয়ে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের সংখ্যা ছিল ১১ হাজারের কিছু বেশি৷ এর ফলে দেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের শহরে পরিণত হল রাজধানী দিল্লি৷

গত ৪ এপ্রিল একদিনে মুম্বইয়ে সংক্রমিত হয়েছিলেন ১১ হাজার ১৬৩ জন৷ যা ছিল বাণিজ্য নগরী তথা দেশের একটি শহরে সবচেয়ে বেশি সংক্রমিতের সংখ্যা ৷ গত ১৪ এপ্রিল সেই সংখ্যাকে ছাপিয়ে রেকর্ড সংক্রমণ হয় দিল্লিতে৷ সরকারি হিসেবে সেদিন দিল্লিতে সংক্রমিত হন ১৭ হাজার ২৮২ জন৷ মৃত্যু হয় ১০০ জনের৷

যদিও করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশের অন্য বড় শহরগুলিতেও সংক্রমণ লাফিয়ে বাড়ছে ৷ গত বুধবার বেঙ্গালুরুতে সংক্রমিত হন ৮ হাজার ১৫৫ জন৷ ওই দিন চেন্নাইতে সংক্রমিত হয়েছিলেন ২ হাজার ৫৬৪ জন৷

এদিকে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ গোটা দেশে ইতিমধ্যেই দুই লাখ ছাড়িয়েছে বৃহস্পতিবার৷ শুক্রবারও ফের দেশে দু' লাখের বেশি আক্রান্ত হয়েছে। দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন৷ গতকাল ছিল ২ লাখ ৭৩৯ জন৷ এপর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার৯১৭ জন৷ মোট সক্রিয় আক্রান্ত ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩ জন৷

দিনে দিনে সংক্রমণের সংখ্যা যেমন বাড়ছে, দৈনিক মৃত্যুর হারও বাড়ছে৷ স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৫ জনের ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জনের৷ একদিনে সুস্থ হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩০২ জন৷ মোট সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৮৬৬ জন৷

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Corona Virus COVID 19, Delhi, Mumbai