#নিউ জার্সি: মুখ থেকে বাদ গিয়েছে স্বাদ, তাই যা কিছু মুখে দিলও হচ্ছে না কোনও সমস্যা৷ কারণ কী যে খাচ্ছেন আর কী যে মুখে পুরে দিচ্ছেন তা বোঝাই যাচ্ছে না৷ জিভ হয়ে পড়েছে একেবারে অসাড়৷ করোনার ফলে এমনই হয়েছে অবস্থা৷ স্বাদ-গন্ধ দুই অনুভূতি বাদ পড়েছে শরীর থেকে৷ ফলে এক অন্য অস্বস্তিতে পড়েছেন নিউ জার্সির বাসিন্দা বছর ৩০-র রাসেল ডোনেলি৷ করোনা হলে, টেস্ট-স্মেল (Taste-Smell) থাকে না৷ এই উপসর্গ এখন সকলের জানা হয়ে গিয়েছে৷ কিন্তু স্বাদ না থাকার ফলে কী বীভৎস যে অবস্থা হয়, তা ভিডিও করে বুঝিয়ে দিলেন মার্কিন এই তরুণ৷
সব রকম উপসর্গ থাকায় তিনি করোনার পরীক্ষা করেন৷ এবং তা পজিটিভও আসে৷ তবে সাধারণ মানুষ এবং বন্ধুদের জন্য তিনি বাড়িতে বসে করে ফেলেন আরও একটি পরীক্ষা, যার নাম দিলেন কোভিড টেস্ট টেস্ট “Covid taste test”! অর্থাৎ স্বাদের পরীক্ষা করবেন তিনি৷ মুখে যে এক বিন্দুও স্বাদ নেই, সেটা বোঝাতেই এই পরীক্ষা৷ এর জন্য তিনি প্রথমে খেয়ে নেন খানিকটা বেবি ফুড৷ যা মূলত মিষ্টি স্বাদের হয়৷ এরপরই তিনি খেয়ে নেন ক্যানে থাকা সার্ডিন মাছ৷ মাছের আঁসটে গন্ধ বা স্বাদও তিনি কিছু পেলেন না৷ এর পর তিনি মুখে ঢাললেন টক লেবু, কাচা পিঁয়াজ, রসুন৷ তবে এতটাই খারাপ অবস্থা যে একের পর এক খেয়ে গেলেও কী যে খাচ্ছেন, তা বুঝতেই পারলেন না৷ ফলে সব স্বাদ একসঙ্গে মিলিয়ে মিশিয়ে খেলেও যেন কোনও অনুভূতি হল না তাঁর৷
ঝাল-টক-মিষ্টি-নোনতা নানা ধরণের স্বাদে খাবারের পার্থক্য করি আমরা৷ তবে সেই স্বাদই যদি না থাকে, তাহলে কী খাচ্ছি আর কী খাচ্ছি না তা বোঝা যায় না৷ খাবারের গুরুত্ব কমে যায় জীবন থেকে৷ যা এক কথায় খুবই কষ্টকর৷ আর সেই ঘটনাই ঘটছে করোনা আক্রান্তদের সঙ্গে৷ একে জ্বর ও যন্ত্রণায় নাজেহাল হচ্ছেন আক্রান্তরা৷ তার সঙ্গে স্বাদ ও গন্ধ চলে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19