Home /News /coronavirus-latest-news /
পূর্ব বর্ধমানে রেকর্ড গড়ল করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৩৮ জন

পূর্ব বর্ধমানে রেকর্ড গড়ল করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৩৮ জন

বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ফাইল চিত্র।

বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ফাইল চিত্র।

গতকাল অর্থাৎ শনিবার পর্যন্ত এই জেলায় ২১০ বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সংখ্যা রবিবার বেড়ে দাঁড়ালো ২৪৮।

  • Share this:

#পূর্ববর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় একদিনে করোনা  আক্রান্ত হলেন আটত্রিশ জন! একদিনে আক্রান্তের নিরিখে এদিন রেকর্ড হল এই জেলায়। গতকাল অর্থাৎ শনিবার পর্যন্ত এই জেলায় ২১০ বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সংখ্যা রবিবার বেড়ে দাঁড়ালো ২৪৮। এদের মধ্যে ৬০জন এখন করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১৮৭ জন করোনা হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে।

এক দিনে জেলায় ১৩৮জন করোনা পজিটিভ রিপোর্ট আশায় উদ্বিগ্ন জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতর। প্রতিটি ঘটনা ধরে ধরে সংক্রমণের কারণ জানার চেষ্টা চলছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। আক্রান্তদের বর্ধমানের দুই নম্বর জাতীয় সড়কের পাশে বাম চাঁদাইপুরে করোনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে  তাদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। তাঁদের কোয়ারেন্টাইনে রেখে লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

পূর্ব বর্ধমান জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে কেতুগ্রাম এক নম্বর ব্লকেই রয়েছেন এগারো জন। এছাড়া কালনা এক নম্বর ব্লকের তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। কালনা দু'নম্বর ব্লকে  আক্রান্ত হয়েছেন দুজন। কালনা পুরসভা এলাকায় আক্রান্ত হয়েছেন একজন। কাটোয়া এক নম্বর ব্লকে তিনজন আক্রান্ত হয়েছেন। কাটোয়া দু নম্বর ব্লকে তিন জন করোনা আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বেড়েছে কাটোয়া শহরেও। একদিনে কাটোয়া পৌরসভা এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ জন। অন্যদিকে খণ্ডঘোষ ব্লকের একজন, মঙ্গলকোট ব্লকে দু জন, পূর্বস্থলী এক নম্বর ব্লকে তিনজন, পূর্বস্থলী দু'নম্বর ব্লকেও তিনজন, রায়না এক নম্বর ব্লকে একজন করোনা আক্রান্ত হয়েছেন।

Published by:Arka Deb
First published:

Tags: CoronaViris, COVID19

পরবর্তী খবর