#কলকাতা: সংক্রমিত এলাকার সংখ্যা বাড়ল দশটি বরোতে। তবে ছটি বরোতে সংক্রমিত এলাকা একই জায়গায় অর্থাৎ বৃদ্ধির হার শূন্য ।এখনও কলকাতা পুরসভার সবথেকে বেশি সংক্রমিত এলাকা রয়েছে বড় ৭-এ।
৫২ থেকে বেড়ে সংক্রমিত এলাকার সংখ্যা 53।সংক্রমিত এলাকার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এলো 4 নম্বর বরো। 35 থেকে বেড়ে সংক্রমিত হয় এলাকার সংখ্যা 39।তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে বরো 6 ও বরো 5 । সংক্রমিত এলাকার সংখ্যা এই দুই বরোতে নতুন করে আর বাড়েনি। ছ নম্বর বরোতে সংক্রমিত এলাকার সংখ্যা 37 এবং 5 নম্বর বরোতে সংক্রমিত এলাকা 33।
সবথেকে বেশি সংক্রমিত এলাকায় এখনও 66 নম্বর ওয়ার্ড। সাত নম্বর বরোর এই ওয়ার্ডে রয়েছে 14 টি সংক্রমিত এলাকা। দশটি সংক্রমিত এলাকা রয়েছে 6 নম্বর বরোর 60 নম্বর ওয়ার্ডে। আটটি সংক্রমিত এলাকা রয়েছে 2 নম্বর বরোর 18 নম্বর ওয়ার্ডে।* সাতটি করে সংক্রমিত এলাকা রয়েছে তিনটি ওয়ার্ডে। তিন নম্বর বরোর 29 নম্বর ওয়ার্ড । 7 নম্বর বরোর 59 নম্বর ওয়ার্ড এবং 65 নম্বর ওয়ার্ড।
ছটি করে সংক্রমিত এলাকা রয়েছে চারটি ওয়ার্ডে।4 নম্বর বরোর 28 নম্বর ওয়ার্ড । 5 নম্বর বরোর 40 নম্বর ওয়ার্ড । 7 নম্বর বরোর 58 নম্বর ওয়ার্ড । এবং 15 নম্বর বরোর 141 নম্বর ওয়ার্ড। পাঁচটি করে সংক্রমিত এলাকা রয়েছে 11 টি ওয়ার্ডে। এক নম্বর বরোর 3 নম্বর ওয়ার্ড। চার নম্বর বরোর 24 নম্বর ওয়ার্ড , 26 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড। 6 নম্বর বরোর 55 নম্বর ওয়ার্ড। 7 নম্বর বরোর 56 নম্বর ওয়ার্ড । 8 নম্বর 69 নাম্বার ওয়ার্ড।12 নম্বর বরোর 108 ও 109 নম্বর ওয়ার্ড। 15 নম্বর বরোর 134 ও 135 নম্বর ওয়ার্ড।কলকাতা পৌরসভা এলাকায় মোট 16 টি বরোর 144 টি ওয়ার্ড রয়েছে যার মধ্যে 6 ই মে পর্যন্ত সংক্রমিত এলাকার সংখ্যা 334 ।কলকাতা পুরসভার বড় 1 2 3 4 7 8 10 12 13 15 এই দশটি বরোতে সংক্রমিত এলাকার সংখ্যা বেড়েছে। সংক্রমিত এলাকা একই জায়গায় রয়েছে সেগুলি হল 5 6 9 11 14 ও 16 নম্বর বরো।মাত্র দুটি করে সংক্রমিত এলাকা রয়েছে বরো 14 ও 16 তে।
Biswajit Saha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Coronavirus, COVID-19, Home Lockdown, Lock Down, Stay Home