করোনার থাবায় উত্তরবঙ্গও, উত্তরের জেলার সংক্রামিত তালিকায় আপনার এলাকা রয়েছে কিনা দেখে নিন
করোনার থাবায় উত্তরবঙ্গও, উত্তরের জেলার সংক্রামিত তালিকায় আপনার এলাকা রয়েছে কিনা দেখে নিন
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে লকডাউনের চতুর্থ দফার গাইডলাইন প্রকাশের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, লকডাউন ফোরে রাজ্যে কন্টেইনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এ জোন অর্থাৎ অ্যাফেক্টেড জোন। বি জোন অর্থাৎ বাফার জোন এবং সি জোন অর্থাৎ ক্লিন জোন। এই নয়া জোন বুথ ভিত্তিক বলে জানান মুখ্যমন্ত্রী ৷
সরকারের চিন্তা বাড়িয়ে বেড়েছে রাজ্যের সংক্রামিত এলাকা অর্থাৎ কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৷ নিজের এলাকার কন্টেইনমেন্ট জোনগুলি জেনে নিয়ে সতর্ক থাকুন
#শিলিগুড়ি: রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৩৮৮-এ ৷ গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের শরীরে করোনা মিলেছে ৷ করোনা ঠেকাতে সবরকম কড়া ব্যবস্থা সত্ত্বেও ক্রমাগত বেড়ে চলেছে সংক্রামিতের সংখ্যা ৷ সরকারের চিন্তা বাড়িয়ে বেড়েছে রাজ্যের সংক্রামিত এলাকা অর্থাৎ কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৷
লকডাউন-থ্রি শুরু হয়েছে। তিনটি জোনেই কিছু না কিছু ছাড় মিলেছে। তবে রাজ্যের এখন মাথাব্যথার কারণ এখন কন্টেইনমেন্ট জোন। সোমবারই জেলাভিত্তিক একটি তালিকা প্রকাশিত হয়েছে ৷ তাতে প্রতিটি জেলার সমস্ত সংক্রামিত এলাকার নাম উল্লেখ করা হয়েছে ৷ দেখে নিন উত্তরবঙ্গের কন্টেইনমেন্ট জোনগুলি-
জলপাইগুড়ি
এই জেলায় সংক্রামিত জোন একটি ৷ জলপাইগুড়ি পুরসভার ৪০-৪৪ ওয়ার্ড ৷
কালিম্পং
কালিম্পঙেও কন্টেইনমেন্ট জোন ১ ৷ কালিম্পং পুরসভার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে করোনার থাবা ৷
দার্জিলিং
শৈলশহরও ছাড় পায়নি ৷ করোনার সংক্রমণের কারণে সেখানে কন্টেইনমেন্ট জোন ২টি ৷ শিলিগুড়ি পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ড ও মাটিগাড়ার শান্তিনিকেতন হাউসিং কমপ্লেক্স ৷
মালদহ
উত্তরবঙ্গে সবথেকে বেশি সংক্রমণ ছড়িয়েছে মালদহে ৷ এই জেলায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৩ ৷ কন্টেইনমেন্ট জোন রঘাবাটি বহরল, রতুয়ার ডাকবাংলা এবং কন্টেইনমেন্ট জোন মানিকচকের নারী দিয়ারা
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।